ইতিহাস-10
১. "Broken Wings" বইটির লেখক কে? উ: সরােজিনী নাইডু
১২. "Economic History of India"-বইটির লেখক কে? উ: রমেশচন্দ্র দত্ত
২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? উ: মাতঙ্গিনী হাজরা
2. ১১৯১ সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? উ: মহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহান
১৩. উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয়? উ: ১৮৫৪ সালে
২৪. ভারতছাড়াে আন্দোলনের সূচনা কে করেন? উ: গান্ধীজি
৩. ১৭৮৩-তে এশিয়াটিক সােসাইটি কে স্থাপন করেন?
উ: ডব্লিউ. জোনস।
১৪. উপনিষদ কিসের উপর লেখা? উ: দর্শন
২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উ: লর্ড মাউন্টব্যাটেন।
১৫. "এলাহাবাদ প্রশস্তি " কার রচনা? উ: হরিষেন।
২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? উ: ১৯৪৬ সালে
৪. ১৮৫৭-এর বিদ্রোহ কোথায় শুরু হয়? উ: মীরাট
১৬. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গােষ্ঠীদ দেখা যায়? উ: সুরাট
২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? উ: অজাতশত্রু
৫. অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন? উ: কুনিক
২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? উ: বিম্বিসার
৬. অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন? উ: কমন উইল।
১৭. কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল? উ: ওয়ারেন হেস্টিংসকে।
২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? উ: সুভাষচন্দ্র বসু
৭. "অর্থশাস্ত্র'-এর রচয়িতা কে? উ: কৌটিল্য
১৮. "কাদম্বরী"-এর রচয়িতা কে?
উ: বানভট্ট
৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? উ: ১৯৩১ সালে
৮. আইন-ই-আকবরী ও আকবর নামার লেখক কে? উ: আবুল ফজল
১৯. কানপুর সিপাহী বিদ্রোহের নেতা কে। ছিলেন?
উ: নানা সাহেব।
৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? উ: ধর্মপাল
৯. "গ্রন্থসাহেব" কে রচনা করেন? উ: গুরু অর্জুন।
Comments
Post a Comment