ভুগােল-1
১. আরবসাগরের রানী কাকে বলা হয় ? উত্তর : কোচিনকে।
১৫. বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? উত্তর : অ্যালেক্সি লিওনভ
২. একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখ ? উত্তর : নভসেবা
১৬. পৃথিবীর শীতলতম স্থান কোনটি? উত্তর :সাইবেরিয়া (ভারখয়ানস্ক)
৩. ভারতে বৃহত্তম সার কারখানা আছে? উত্তর : সিন্ত্রিতে
১৭. ভারতবর্ষে মােট কটি দ্বীপ আছে? উত্তর : ১৪৭ টি
৪, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ? উত্তর : আমেদাবাদকে
১৮. পূর্বঘাট পর্বতের অপর নাম কি? উত্তর :মলয়াদ্রি
৫. ভারতের শুল্কমুক্ত বন্দর হলাে ? উত্তর : কান্ডালা
১৯. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? উত্তর :বুর্জ খলিফা
৬. চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ? উত্তর : গুজরাট
২০. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি? উত্তর :ছত্তিশগড়
৭. কলকাতা বন্দরের সহযােগী বন্দর হলাে ? উত্তর : হলদিয়া
২১. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ? উত্তর :ভ্যাটিকান সিটি
৮. মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলাে ? উত্তর : ট্রম্বে
www.kolo
২২. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ? উত্তর :রােম
৯. আসামের কোথায় ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে? উত্তর : ডিগবয়।
২৩. দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা – তিনটি মাত্রা , চতুর্থ মাত্রা কি ? উত্তর :সময়
১০. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর : ওড়িশায়।
২৪, কসমিক ইয়ার (Cosmic Year) কি? উত্তর :যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে।
১১, বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? উত্তর :দুশাে চারটি
২৫. গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? উত্তর :এলাহাবাদ
১২. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? উত্তর : নাব্রা উপত্যকা (কারাকোরাম)
Comments
Post a Comment