history 6
ইতিহাস MCQ পর্ব-৫
১. 'শকারি' নামে পরিচিত ছিলেন : ক) প্রথম চন্দ্রগুপ্ত খ) সমুদ্রগুপ্ত গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘ) কুমারগুপ্ত
ক) গােমতী খ) গঙ্গা গ) যমুনা ঘ) মহানদী
২. ফা-হিয়েন এর ভারত সংকান্ত্র গ্রন্থটির নাম : ক) সি-ইউ-কি খ) ফো-কুও-কি গ) ইন্ডিকা ঘ) কোনটিই নয়
৭. কোনারকের সূর্য মন্দিরের নির্মাতা কে? ক) কপিলেন্দ্র খ) পুরুষােত্তম গ) অনন্ত বর্মন ঘ) প্রথম নরসিংহ।
৩. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পরিব্রাজক ভারতে আসেন : ক) হিউয়েন সঙ খ) অলবিরুনি গ) মেগাস্থিনিস ঘ) ফা-হিয়েন।
৮. বাহদুর শাহ কে ছিলেন? ক) লােদী বংশের শেষ শাসক খ) মােগল বংশের সম্রাট গ) শেরশাহের উত্তরসূরী ঘ) শিবাজীর উত্তরাধিকারি
৯. হর্ষচরিতের রচয়িতা কে? ক) কালিদাস খ) ব্রহ্মগুপ্ত গ) বানভট্ট ঘ) বিশাখদত্ত
৪. প্রাচীন ভারতে যে শাসনকালকে সুবর্ণযুগ বলা হয় : ক) গুপ্তবংশের খ) মৌর্য বংশের গ) শকারী বংশের ঘ) কুষাণ বংশের।
৫. মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলংকৃত করেছিলেন ? ক) সমুদ্রগুপ্তের খ) প্রথম চন্দ্রগুপ্তের গ) অশােকের ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের
১০. বাহমনি সুলতান ও বিজয়নগর রাজ্যের দীর্ঘ যুদ্ধের কারন কী? ক) মালাবার খ) কাবেরি ডেল্টা। গ) কৃষ্ণ ও তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চল ঘ) বেরার
৬. মহম্মদ বিন তুঘলক তার জীবনের আড়াই বছর। কাটিয়েছিলেন ‘স্বর্গদার’ নামক ক্যাম্পে, সেটি কোন নদীর । তীরে অবস্থিত?
১১. ফতেপুর সিক্রিতে ইবাদখানা কে নির্মান করেছিলেন? ক) হুমায়ন খ) বাবর গ) শাহজাহান ঘ) আকবর
Download Form
: www.Sikshan Mandir.com
Facebook Page - শিক্ষণ মন্দির।
Page 1
খ) তােরমান গ) যশােবর্ধন ঘ) কোনটিই নয়
১২. দক্ষিন ভারতের তালােকোলম এর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ক) চোল ও রাষ্ট্রকূট খ) চোল ও চালুক্য। গ) চোল ও হােসালা ঘ) চোল ও পান্ড্য
১৭. বাংলার সর্বপ্রথম সার্বভৌম নরপতি : ক) হর্ষবর্ধন খ) গােপাল গ) ধর্মপাল ঘ) শশাঙ্ক
১৩. নিচের গুলির মধ্যে কোনটি সঠিক নয়? ক) নাগানন্দ : হর্ষ। খ) মালবিকাগ্নিমিত্রম : কালিদাস গ) কপূরমঞ্জরী : হর্ষ। ঘ) মুদ্রারাক্ষস : বিশাখদত্ত
১৮. হর্ষচরিতের রচয়িতা হলেন : ক) বাণভট্ট খ) ভারবি। গ) হরিষেণ ঘ) কলহন
১৪. আজমীরে কোন সূফি সাধকের দরগা অবস্থিত? ক) কুতুবদ্দিন বখতিয়ার কাফি। খ) শেখ নাসিরউদ্দীন মামুদ। গ) শেখ নিজামুদ্দিন আউলিয়া ঘ) খাজা মইনুদ্দিন চিস্তি
১৯. 'অভিজ্ঞান শকুন্তলম' ও 'মালবিকাগ্নি' গ্রন্থের রচয়িতা
ক) আর্যভট্ট খ) ভারবি গ) বিশাখা দত্ত ঘ) কালিদাস
১৫. কাশ্মীরের আকবর নামে কে পরিচিত? ক) জয়নুল আবেদিন খ) সুজা-উদ-দ্দৌলা গ) বলবন। ঘ) হুসেন শাহ
২০. শিয়ালকোটে রাজধানী ছিল : ক) স্কন্দগুপ্তের খ) মিহিরকুলের গ) যশােধর্মনের ঘ) তােরমানের
১৬. ভারতে সবচেয়ে দুর্ধর্ষ হূণ নায়কটির নাম : ক) মিহিরকুল
(যদি কোনাে প্রশ্নের উত্তর ভুল থাকে বা কোনাে রকম বানান ভুল থাকে,তাহলে সেটা আমাদের
অনিচ্ছাকৃত;আর তার জন্য আমরা ক্ষমাপার্থী)
প্রতিযােগিতামূলক পরীক্ষার স্টাডি মেটিরিয়ান্স সম্পূর্ণ ফ্রিতে পেতে আমাদের সাইটে ভিজিট করুন
www.SikshanMandir.com
Download Form : www.Sikshan Mandir.com
Facebook Page - শিক্ষণ মন্দির।
Page 2
Comments
Post a Comment