history 1
৯৫০টি+ / ইতিহাস প্রশ্ন-উত্তর
1. All india Youth Congress' কে প্রতিষ্ঠা করেন ? মতিলাল নেহেরু 2. Broken Wings' বইটির লেখক কে ? সরােজিনী নাইডু 3. Independent' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ? মতিলাল নেহেরু 4. India in the Victorian age' বইটি কার লেখা ? রমেশচন্দ্র দত্ত 5. Nehru is patriot while Jinnah is politician' –এ কথা কে বলেছিলেন ? স্যার মহম্মদ ইকবাল 6. Partition of Bengal is a settled fact' -কে বলেছিলেন ? লর্ড কার্জন। 7. Political freedom is the life breath of a nation' –কে বলেছিলেন ? অরবিন্দ ঘােষ 8. Poverty And Un-British Rule in India' গ্রন্থটির লেখক কে ? দাদাভাই নৌরজি 9. The songs of India' গ্রন্থটি কার লেখা ? সরােজিনী নাইডু
10. Vernacular Press Act' কত সালে চালু হয় ? 1878 11. Why Am I an Atheist' বইটি কার লেখা ? ভগৎ সিং 12. ১১৯১ সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? মহম্মদ ঘুরী ও পৃথ্বিরাজ চৌহান 13. ১৪৫৬ সালে যে প্রথম ছাপানাে বই বের হয় তার নাম কী ? গুটেনবার্গ বাইবেল 14. ১৭৬০ খ্রিষ্টাব্দে উদগীরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? নিজাম ও বালাজী বাজীরাও
15. ১৭৬৪ তে বক্সারের যুদ্ধে ইংরেজদের প্রতিপক্ষ ছিলেন করা ? শাহ আলম ও নবাব সুজাউদ্দোলা 16. ১৭৭৬ খ্রিষ্টাব্দে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? ইংরেজ ও দ্বিতীয় মাধব রাওয়ের মধ্যে 17. ১৭৮১ খ্রীষ্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন কে ? ওয়ারেন হেস্টিংস 18. ১৭৮৩ -তে এশিয়াটিক সােসাইটি কে স্থাপন করেন ? ডব্লিউ জোনস। 19. ১৭৮৪ তে টিপু সুলতান ও ইংরেজ কোম্পানীর মধ্যে ম্যাঙ্গালাের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে ? দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 20. ১৭৯২ তে শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়? লর্ড কর্নওয়ালিস 21. ১৮০৯ খ্রীষ্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিৎ সিং ও ইংরেজ পক্ষের কার মধ্যে স্বাক্ষরিত হয় ? লর্ড মিন্টো 22. ১৮১৩ এবং ১৮৩৩ এর পর কবে ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইন পাশ করে ? ১৮৫৩ খ্রিষ্টাব্দে 23. ১৮৩১ খ্রীষ্টাব্দে রঞ্জিৎ সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন ? লর্ড উইলিয়ম বেন্টিক 24. ১৮৩৭ সালে অশােকের শিলালিপির প্রথম পাঠোদ্বার কে করেন ? জেমস প্রিন্সেপ । 25. ১৮৪৩ সালে ‘বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সােসাইটি' কে প্রতিষ্ঠা করেন ? জর্জ টমসন 26. ১৮৪৯ এ চিলিয়ানওয়ালা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ? লর্ড গাফ 27. ১৮৫৩ সালে ‘রেলওয়ে মিনিট’ কে রচনা করেন ? লর্ড ডালহৌসী। 28. ১৮৫৩ সালের চার্টার আইনে কোম্পানীকে কত বছরের বাণিজ্য পরিচালনার সনদ দেওয়া হয় ? ২০বছরের। 29. ১৮৫৪ সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় ? রিষড়া 30. ১৮৫৭ খ্রীষ্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় সিপাহীরা কোন মুঘল সম্রাটকে স্বাধীন ভারতের সম্রাট বলে ঘােষণা করেছিল ? দ্বিতীয় বাহাদুর শাহ্
www.swapno.in
31. ১৮৫৭ সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে ? লর্ড ক্যানিং 32. ১৮৫৭-র বিদ্রোহ কোথায় শুরু হয় ? মীরাট 33. ১৮৫৮ পূর্ববর্তী গভর্নর জেনারেলরা ১৮৫৮ -র আইন বলে কি নাম পরিচিত হলেন ? গভর্নর জেনারেলের ও ভাইসরয়। 34. ১৮৭০ সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেলের আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ কার্য শুরু হয় ? লর্ড মেয়াে
35. ১৮৭৭ সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল ? নাগপুর
36. ১৮৭৮ সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন ? লর্ড লিটন
37. 1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 38. ১৮৮২ সালে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন ? লর্ড রিপন 39. ১৮৮৫ সালের ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? উমেশ চন্দ্র ব্যানার্জী 40. 1905 সালের বঙ্গভঙ্গের উদ্দ্যেশ কি ছিল ? রাজনৈতিক সুবিধা 41. ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল কোন শহরে ? ঢাকা 42. 1907 সালের জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন ? রাসবিহারী বসু। 43. 1908 সালে কে মুসলীম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন ? আগা খান 44. 1908 সালে মুসলিম লিগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন কে ? আগা খান 45. ১৯১৩ সালে লালা হরদয়াল, মােহন সিং ভাকনা প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রতিষ্ঠান গড়ে তােলেন ? হিন্দুস্থান গদর সমিতি 46. ১৯১৫ সালে জাপানে পালানাের সময় রাসবিহারী বসু কোন ছদ্মনাম গ্রহণ করেন ? পি.এন.ঠাকুর 47. 1916 সালে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ? লখনউ 48. 1919 সালে দিল্লিতে অনুষ্ঠিত খিলাফত কনফারেন্সে সভাপতি ছিলেন কে ? আব্দুল কালাম আজাদ 49. ১৯২১ সালে সারা ভারত খিলাফৎ কনফারেন্স কোথায় হয় ? করাচী 50. 1922 এর সারাবন্দি অভিযানের নেতৃত্বে কে ছিলেন ? রাজগুরু 51. ১৯২২ সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ? চিত্তরঞ্জন দাশ। 52. 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন ? রাজগুরু
53. 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে ‘No TAX' আন্দোলন গড়ে তােলেন ? এম. এন. রায়। 54. 1947 সালের 20 শে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলেন ? 1948 -এর জুন 55. ৬৪ দিনের অনশনে যে বিপ্লবী মারা গিয়েছিলেন তাঁর নাম কী ? যতীন দাস
56. All Bengal workers Association এর প্রতিষ্ঠাতা হলেন -মুজাফফর আহমেদ 57. Passive Resistance -এর তত্ত্ব প্রচার করেন কে ? বিপিনচন্দ্র পাল
58. অকালি আন্দোলন কোথায় শুরু হয়েছিলেন ? পাঞ্জাব। 59. অকালী আন্দোলন' কত সালে শুরু হয় ? ১৯২১ সালে 60. অখিল শিখ রাষ্ট্র গঠনে উদ্যোগী হন কে ? রঞ্জিৎ সিং।
www.swapno.in
61. অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্র বিভক্ত ? জৈন।
62. অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন ? কুনিক 63. অজন্তা, ইলােরা ও বাঘ গুহাগুলি কোন যুগের তৈরী ? গুপ্ত যুগে । 64. অ্যাকাডেমিক এসােসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? ডিরােজিও
65. অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন ? কমন উইল
66. অ্যানি বেসান্ত হােমরুল আন্দোলন কোথায় সংগঠিত করেছিলেন ? মাদ্রাজ 67. অ্যালান অক্টাভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ? ১৮৮৫ সালে।
68. অধিরাজ-মণ্ডল-শঙ্কর’ও ‘গৌড়েশ্বর' উপাধি কে গ্রহণ করেছিলেন ? লক্ষ্মণ সেন।
69. অনুন্নত সম্প্রদায়ের নেতা ড:আম্বেদকর এবং বর্ণহিন্দু তরফের রাজেন্দ্রপ্রসাদ প্রমুখের মধ্যে ১৯৩২ সালে কোন চুক্তি সাক্ষরতি হয় ? পুনা চুক্তি
70. অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয় ? 1902 সালে 71. অভিনভ ভারত' কে প্রতিষ্ঠা করেন ? দামােদর বিনায়ক সাভারকার
72. অমৃতবাজার’-এর সম্পাদনা করতেন কে ? শিশির কুমার ঘােষ, হেমন্তকুমার ঘােষ, বসন্তকুমার ঘােষ 73. অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয় ? রাম দাস। 74. অর্থশাস্ত্র’ -এর রচয়িতা কে? কৌটিল্য। 75. অরবিন্দ ঘােষকে ‘স্বাদেশিকতার ধর্মগুরু’ আখ্যা দেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 76. অল ইন্ডিয়া মুসলিম লীগ” কত সালে স্থাপিত হয়? ১৯০৬ সালে 77. অল ইন্ডিয়া হরিজন' সংঘ কে প্রতিষ্ঠা করেন ? মহাত্মা গান্ধী 78. অলহিলাল' পত্রিকার প্রকাশক কে ? মৌলানা আবুল কালাম আজাদ 79. অশােক কী উপাধি ধারণ করেছিলেন ? প্রিয়দর্শী।
৪০. অশােক কত সালে কলিঙ্গ আক্রমণ করেন ? 261 খ্রীঃ পূঃ । 81. অশােকের শিলালিপি কোন ভাষায় লিখিত ? ব্রাহ্মী ও খরােষ্টি 82. অশােকের সময়ে দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয় ? ব্রাহ্মী 83. আইন-ই-আকবরী ও আকবর নামার লেখক কে ? আবুল ফজল 84. আইহােলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? চালুক্য 85. আকবর কাকে ‘কবিপ্রিয়’ উপাধি দিয়েছিলেন ? বীরবল
86. আকবর কত বছর বয়সে সিংহাসনে আহােরণ করেন ? ১৪ বছর বয়সে।
87. আকবরের আমলে অর্থ মন্ত্রীকে কী বলা হত ? দেওয়ান 88. আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন ? দেওয়ান 89. আকবরের প্রধানমন্ত্রীকে কী বলা হত? ভকিল। 90. আকবরের রাজত্বকালের একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন খাজা আব্দুল সামাদ
www.swapno.in
91. আকবরের রাজসভার একজন কবির নাম —ফৈজি 92. আকবরের সাম্রাজ্য বিভক্ত ছিল ১৫ টি ——সুবায় 93. আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কী ? আসসীরগড় দুর্গ জয়। 94. আকবরের সভার শ্রেষ্ঠকবি কে ছিলেন ? ঘিজলী। 95. আগ্রার অন্ধপক্ষী' বলে কে অভিহিত হয়েছিলেন ? সুরদাস। 96. আগ্রায় ইতিমাদ-উল্লার সমাধি কে নির্মাণ করেন ? জাহাঙ্গীর
97. আঙ্কোরভাট মন্দির কে নির্মাণ করেন ? সূর্যবর্মন। 98. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে অর্পণ করেছিলেন ? রাসবিহারী বসু 99. আটালা মসজিদ কোথায় অবস্থিত ? জৌনপুরে। 100. আত্মারাম পান্ডুরং কবে ‘প্রার্থনা সমাজ’ -এর প্রতিষ্ঠা করেন ? ১৮৬৭ সালে । 101.আত্মীয় সভা' এবং ব্রাহ্মসভা' কে প্রতিষ্ঠাতা করেন ? রামমােহন রায় 102. আদি গ্রন্থ' বা গ্রন্থসাহেব' কে রচনা করেন ? গুরু অর্জুন। 103. আদি ব্রাহ্ম সমাজ কে স্থাপন করেন ? দেবেন্দ্রনাথ ঠাকুর। 104. আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্ব নাম কী ছিল? পারুষ্ণী 105. আধুনিক ভিয়েতনামের পূর্বনাম কী ছিল ? ইন্দোচীন 106. আমি এক জন সমাজতন্ত্রবিদ” —এ কথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন ? জওহরলাল নেহেরু 107. আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয় ? ভূমিরাজস্ব ক্ষেত্রে
104. আমিনি কমিশন কত সালে গঠিত হয়েছিল ? 1876 সালে 109. আমেদাবাদে সবরমতী আশ্রম কত সালে তৈরী হয় ? ১৯১৭ সালে 110. আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে ? পণ্ডিতা রমাবাঈ 111. আর্য সমাজ আন্দোলন' কে শুরু করেন ? স্বামী দয়ানন্দ সরস্বতী 112. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ? বেদ 113. আর্যরা কোন দেবতার পূজা করত ? প্রাকৃতিক শক্তি 114. আরবী সম্বত’ কে প্রচলন করেন ? ঔরঙ্গজেব।
115. আল হিলাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? মৌলানা আজাদ
116. আলাউদ্দিন খলজী কাকে হত্যা করে দিল্লীর সিংহাসনে বসেন ? জালালউদ্দিন ফিরােজ খলজী।
117. আলাউদ্দিন খলজীর মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেন ? গিয়াসউদ্দিন তুঘলক
118. আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ? সৈয়দ আহম্মদ খাঁ 119. আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন ? সৈয়দ আহমেদ খান 120. আলিগড় মহামেডান অ্যাংলাে ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ? থিওডাের বেক
www.swapno.in
121.আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন ? ৩য় দরায়ুস 122. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ? ৩২৭ - ৩২৬ খ্রীঃ পূঃ 123. আলেকজান্ডারের পিতার নাম কী ? ফিলিপ 124, আলেকজান্ডারের শিক্ষকের নাম কি ? অ্যারিস্টোটল 125. আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল ? কাড়ি নামক স্থানে। 126.আলেকজান্ডারের হাত থেকে কে ভারতীয় অঞ্চলকে উদ্ধার করেন ? চন্দ্রগুপ্ত মৌর্য। 127.আলফানসাে আলবুকার্ক কে ছিলেন ? পর্তুগীজ গভর্নর 128. আলমগীর' উপাধি কে ধারণ করেছিলেন ? ঔরঙ্গজেব । 129. আলহিলাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? মৌলানা আজাদ 130, আসাম কেশরী’ নামে কে পরিচিত ছিলেন ? অম্বিকা গিরি
131. আহমেদিয়া আন্দোলন কোথায় শুরু হয়েছিল ? পাঞ্জাব 132. আহম্মদ শাহ আবদালী ও বালাজী বাজীরাও –এর মধ্যে (মারাঠা ও আফগানদের মধ্যে সংঘটিত তৃতীয় পাণিপথের যুদ্ধ কবে হয়েছিল ? ১৭৬১, ১৪ই জানুয়ারি 133. ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কত সালে স্থাপিত হয় ? ১৬০০
134. ইংরেজ ও সিরাজ উদদৌলার মধ্যে আলি নগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? ১৭৫৭, ফেব্রুয়ারী 135. ইংরেজ বিরােধী বিদ্রোহী নেত্রী, রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন ? মণিপুর 136. ইংরেজ সেনাপতি স্যার আয়ার কুট ও ফরাসী সেনাপতি লালীর মধ্যে সংঘটিত বন্দিবাসের যুদ্ধ কবে হয় ? ১৭৬০ সালে 137.ইংরেজদের জুরি আইনের প্রতিবাদে কে জনমত গঠন করেন ? রামমােহন রায় 138. ইংরেজরা কোন সালে মছলিপত্তনমে কারখানা স্থাপন করেন ? 1598 139.ইংল্যান্ডের হেইলবেরীতে সিভিল সার্ভিসে মনােনীত তরুণদের প্রশিক্ষণ কেন্দ্র করে স্থাপিত হয় ? ১৮০৫ সালে 140. ইংলন্ডে বাের্ড অফ কন্ট্রোল কোন আইন অনুযায়ী স্থাপিত হয় ? পিটের ভারত আইন 141. ইউ. এন. ও. কত সালে তৈরী হয় ? ১৯৪৫, অক্টোবর 142. ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয় ? লর্ড কার্জন 143.ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া বইটির লেখক কে ? রমেশচন্দ্র দত্ত 144. ইনকিলাব জিন্দাবাদ” কে বলেছিলেন ? ভগৎ সিং
145, ইন্ডিকা' গ্রন্থটি কে রচনা করেছেন ? মেগাস্থিনিস
146. ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন ? মহম্মদ আলি জিন্নাহ। 147.ইন্ডিয়া হােমরুল সােসাইটি' কে প্রতিষ্ঠা করেন ? শ্যামজী কৃষ্ণবর্মা 148. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’ কে গঠন করেন ? রাসবিহারী বসু 149. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস” -এর প্রথম প্রেসিডেন্ট কে? ডব্লিউ সি ব্যানাজী 150. ইন্ডিয়ান পেনাল কোড তৈরী করতে ল কমিশনের প্রধান কে ছিলন ? ম্যাকুলে।
www.swapno.in
151.ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসােসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ? 1888 সালে । 152. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ? রাসবিহারী বসু 153. ইন্ডিয়ান সােশিওলজিস্ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? শ্যামাজি কৃষ্ণবর্মা 154. ইন্ডিয়ান সােসিওলজিশট' প্রত্রিকার প্রকাশক কে ? শ্যামজী কৃষ্ণবর্মা।
155.ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন ? মহম্মদ বিন তুঘলক । 156. ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা ? রাহেলা 157.ইব্রাহিম লােদী কত খ্রিষ্টাব্দে সিংহাসনে আরােহণ করেন? ১৫১৭ 158. ইলােরা ও খাজুরাহাের মন্দির কারা নির্মাণ করান ? চন্দে 159. ইলতুৎমিসের প্রধান দাস কর্মচারীরা যে সমিতি গড়ে তােলেন, তার নাম কী ছিল ? বন্দেগান-ই চাহালগান 160, ইলবারী তুর্কী সুলতানগণের মধ্যে শ্রেষ্ঠ কে ? গিয়াসউদ্দিন বলবন 161.ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ও জমিদারদের মধ্যে কত বছরের জন্য ‘চিরস্থায়ী বন্দোবস্ত হয় ? ১০ বছর 162.ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে কে দেওয়ানী দান করেন? দ্বিতীয় শাহ আলম
163. উইলিয়াম অ্যাডাম লন্ডনে কবে ব্রিটিশ ইন্ডিয়া সােসাইটি প্রতিষ্ঠিত করেন ? ১৮৩৯ খ্রিষ্টাব্দে 164. উজ্জ্বয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে ? ইলতুৎমিস 165. উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয় ? ১৮৫৪ সালে
166. উত্তরপ্রদেশের গােরখপুর জেলা ও চৌরিচৌরায় জনতা সহিংস হয়ে উঠলে কি হয় ? গান্ধীজী তাঁর অসহযােগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 167.উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে টোডরমল জমিকে কয় ভাগে বিভক্ত করেছিলেন ? চার ভাগে 168. উন্নত গুণমানের বার্লি পাওয়া গেছে কোন প্রাচীন সভ্যতার স্থল থেকে ? বানওয়ালি 169. উন্নত শাসনের আইন (Act of better govt. of India) দ্বারা কবে ভারতবর্ষে কোম্পানীর শাসনের অবসান ঘটানাে হয় ? ১৮৫৮, ২রা আগষ্ট 170. উপনিষদ কিসের ওপর লেখা ? দর্শন 171.উপনিষদ বেদের শেষ ভাগ। 172. উপনিষদে প্রাধান্য পেয়েছে ——দার্শনিক চিন্তা
173. ঋকবেদের কোন অংশে ‘বর্ণাশ্রমের কথা বলে ? পুরুষসুক্ত অংশে
174. ঋকবেদের রচনাকাল কত ? খ্রীঃ পূঃ 1400 থেকে 1000 175. এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে ? প্রায় 100টি
176, একরাট’, ‘কবিরাজ’, ‘পরাক্রমাঙ্ক' উপাধিগুলি কে ধারণ করেছিলেন ? সমুদ্রগুপ্ত
177. এলাহাবাদ প্রশস্তি' কার রচনা ? হরিষেণ। 178. এলাহী সম্বত' কে প্রচলন করেন ? আকবর 179, এশিয়াটিক সােসাইটির প্রতিষ্ঠাতা কে ? উইলিয়াম জোন্স 180. ওয়াভেল পরিকল্পনা’ কত সালে হয়েছিল ? ১৯৪৫ সালে।
www.swapno.in
181. ওয়ার্কার্স এন্ড পেজ্যান্টস পার্টি (Workers & Peasants Party) কত সালে তৈরী হয়েছিল ? ১৯২৭ সালে 182. ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ? দারা 183. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন? শিবাজী। 184. ঔরঙ্গজেবের সাম্রাজ্য কয়টি সুবায় বিভক্ত ছিল ? ২১ টি। 185. কংগ্রেস ও মুসলীম লীগের মধ্যে ১৯১৬ খ্রীস্টাব্দে যে চুক্তি হয় সেটির নাম কী ? লক্ষ্মৌ চুক্তি 186. কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিধাবিভক্ত হয় ? সুরাট 187. কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গােষ্ঠী মিলে যায় ? 1916 লখনৌ 188. কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গােষ্ঠীর সৃষ্টি হয় ? সুরাট 189. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গােষ্ঠীদ্বন্ধ দেখা যায় ? সুরাট।
190. কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার ‘বন্দেমাতরম' গাওয়া হয়? কলকাতা । 191. কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজী সভাপতিত্ব করেন ? বেলগ্রাম 1925
192. কওয়াসজী নানাভয় দাভর –এর উদ্যোগে প্রথম কোথায় ও কবে বস্ত্রকল স্থাপিত হয় ? বােম্বে, ১৮৫৪ 193. কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন ? গুরু রাম সিং 194. কাংড়া বা নগরকোট দুর্গ কে জয় করেছিলেন ? জাহাঙ্গীর 195. কাউন্সিল অ্যাক্ট কবে পাশ করা হয় ? ১৮৬১ সালে 196. কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল ? ওয়ারেন হেস্টিংস 197. কাঞ্চী ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ? পল্লব
19৪. কাদম্বরী’ -এর রচয়িতা কে ? বাণভট্ট 199. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? নানাসাহেব 200. কাবুলের জামি মসজিদ কে নির্মাণ করেন ? বাবর
201. কামাল পাশা কত সালে তুরস্কে খলিফার পদ চিরতরে উঠিয়ে দেন ? ১৯২৪ সালে 202. কার অনুগামীদের ‘খােদা-ই-খিদমতগার' বলা হয়? খান আব্দুল গফফর খাঁ। 203. কার আমলে শেষ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ঘটে ? লর্ড ওয়েলেসলী 204. কার মৃত্যুর পর অশােক মগধের সিংহাসনে বসেন ? বিন্দুসার 205.কার রাজত্বকালে ফা-হিয়েন ভারত ভ্রমণেআসেন ? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
206. কাইল সার্কুলার কত সালে চালু হয়েছিল ? 1905 সালে 207. কাশ্যপ মাতঙ্গ কে ছিলেন ? বৌদ্ধ পণ্ডিত 208. কাশ্মীরের আকবর” কাকে বলা হয় ? জয়নাল আবেদিন
209. কাশ্মীরের কোন শাসক কাশ্মীরের আকবর' নাম পরিচিত ? জয়নাল আবেদিন।
210. কে “বাংলার আকবর” নামে পরিচিত ? হুসেন শাহ
www.swapno.in
211. কে প্রথম ভারতীয় আই সি এস হয়েছিলেন ? সত্যেন্দ্রনাথ ঠাকুর
212. কে ব্যঙ্গ রচনা ‘মত্তবিলাস' প্রহসন লিপিবদ্ধ করেন ? পল্পবরাজ মহেন্দ্রবর্মন 213. কে লক্ষ্মণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন ? বখতিয়ার খলজী। 214. কে শিবাজি উৎসবের আয়ােজন করেন ? বাল গঙ্গাধর তিলক 215. কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহার কাজ কোন রাজাদের ? চালুক্য 216. কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্থান প্রস্তাব গৃহীত হয় ? লাহাের 217.কোন আইন ‘কালা কানুন’ নাম পরিচিত ? রাওলাট আইন 218. কোন আইন দ্বারা মাদ্রাজ, কলকাতা, বােম্বাই প্রেসিডেন্সিতে হাইকোর্ট গঠিত হয়েছিল ? কাউন্সিল অ্যাক্ট, ১৮৬১
219. কোন আইনের দ্বারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের সূচনা হয় ? রেগুলেটিং অ্যাক্ট
220. কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন ? হােমরুল 221.কোন্ আর্টিকেল-এর দ্বারা কম্পােজিশন অব পঞ্চায়েত দেওয়া হয়েছে ? ২৪৩ সি 222. কোন ইংরেজ জেনারেল তাঁতিয়া টোপী ও ঝাঁসীর রানীকে পরাজিত করেন ? রােজ 223. কোন ইংরেজ দূত জাহাঙ্গীরের কাছ থেকে সর্বপ্রথম ভারতে বাণিজ্যসংক্রান্ত কতগুলি সুযােগ সুবিধা আদায় করেন ? টমাস রাে 224. কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম ও প্রফুল্লচাকীকে পাঠানাে হয়েছিল ? কিংসফোর্ড 225.কোন কারণে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন (1919) শুরু করেছিলেন ? রাওলাট আইন 226. কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ? চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে। 227.কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে ? সিপাহি বিদ্রোহ 228. কোন্ যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ-ফরাসী দ্বন্দের অবসান ঘটে ? তৃতীয় কর্নাটের যুদ্ধ। 229. কোন যুদ্ধটি ‘ত্রিপাক্ষিক যুদ্ধ' নামে অভিহিত ? পাল-রাষ্ট্রকূট-প্রতিহার সংঘর্ষ 230. কোন দুর্গ অবরােধকালে শের শাহের মৃত্যু হয় ? কালিঞ্জর। 231. কোন নেতা কখনােই স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না ? লালা লাজপত রায় 232. কোন পত্রিকাটি নব্যবঙ্গ কর্তৃক প্রকাশিত হত ? জ্ঞানান্বেষণ 233. কোন প্রস্তাব কে গান্ধীজি “ A post dated cheque on a crashing bank” বলে অভিহিত করেছিলেন ? স্ট্যাফোর্ড ক্রীপসের প্রস্তাব 234. কোন বংশের রাজারা বরবুদুরের বিখ্যাত স্তুপ নির্মাণ করেন ? শৈলেন্দ্র
। 235. কোন বিখ্যাত সুফী সন্ত আলাউদ্দিন খলজীর আনুকূল্য লাভ করেছিলেন ? নিজামুদ্দিন আউলিয়া। 236, কোন বিদ্রোহের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ রচিত? সন্ন্যাসী বিদ্রোহ 237.কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিট চালু করেন ? লর্ড ডালহৌসি 238. কোন বড়লাটের আমলে বঙ্গভঙ রদ হয় ? লর্ড হার্ডিঞ্জ। 239. কোন ভাইসরয় আন্দামানে আততায়ীর হাতে নিহত হন ? লর্ড মেয়াে 240. কোন ভাইসরয়কে তাঁর কার্যকাল চলাকালীন হত্যা করা হয়েছিল ? লর্ড মেয়ে।
www.swapno.in
241. কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরি আইন চালু হয় ? লর্ড রিপন। 242. কোন ভারতীয় রাজনীতিবিদ নরমপন্থী বলে পরিচিত নন ? বালগঙ্গাধর তিলক 243. কোন ভারতীয় শাসক তাঁর প্রশাসনে পাশ্চাত্য পদ্ধতি প্রয়ােগ করেছিলেন ? টিপু সুলতান 244, কোন মুঘল সম্রাট নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন ? ঔরঙ্গজেব 245. কোন মুঘল সম্রাটের আমলে মুঘল চিত্রশিল্প উন্নতির শিখরে পৌঁছেছিল ? ঔরঙ্গজেব 246. কোন মুঘল সম্রাটের রাজত্ব কালে ইতালীয় পর্যটক মানুচি ভারতে আসেন ? ঔরঙ্গজেব 247.কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ডাচ্ বণিক ফ্রান্সিসকো পেলসার্ট ভারতে আসেন ? জাহাঙ্গীর 248.কোন সন্ধির দ্বারা ইংরেজরা পেশবা-পদ লােপ করে ? পুনার সন্ধি 249.কোন সন্ধির দরুন ইঙ্গ-মারাঠা যুদ্ধের সূচনা হয় ? সুরাট সন্ধি 250. কোন সময় থেকে ‘শকাব্দ' প্রচলিত হয় ? ৭৮ খ্রীষ্টাব্দ 251. কৌটিল্য বা চাণক্য অন্য কোন নামে পরিচিত ছিলেন ? বিষ্ণুগুপ্ত 252. ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন কোন বাহিনীর নেতৃত্ব দেন ? ঝাঁসীর রানী 253. ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ? 1946 সালে 254. কণিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন ? মহাযান বৌদ্ধধর্ম 255. কণিষ্ক-এর বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ ? মথুরা 256. কণিষ্কের পরবর্তী কুষাণ রাজার নাম কী ? বশিষ্ক 257. কণিষ্কের রাজধানীর নাম কি ? পুরুষপুর বা পেশোয়ার 258. কত খ্রীষ্টাব্দে শিবাজীর মৃত্যু হয়েছিল ? ১৬৮০
259. কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয় ? ৩২৩ খ্রীঃ পূঃ 260. কত সালে এবং কার সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ? ১৯১১, লর্ড হার্ডিঞ্জ 261. কত সালে পােস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় ? 1853
262. কত সালে বাবর মারা যান ? ১৫৩০ সালে 263. কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র দাবী করে? ১৯৪০ সালে। 264. কত সালে সরকারি চাকরিতে ইংরিজি ভাষা আবশ্যক হয় ? 1844 সালে 265. কত সালে সূর্য সেনের ফাঁসি হয় ? 1934 266. কুন্তল-বন-বিহার' নামক চৈত্যটি কণিষ্ক কোথায় নির্মাণ করেন ? পুরুষপুর বা পেশােয়র 267.কবিরাজমার্গ’ নামক গ্রন্থটি কোন রাষ্ট্রকূটরাজ দ্বারা রচিত? অমােঘবর্ষ 268. কবে প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল ? 31শে ডিসেম্বর,1929 269. কবে রবীন্দ্রনাথ গান্ধীজীকে ‘মহাত্মা' উপাধি দেন ? ১৯১৫ সালে
270. কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন ? শেরশাহ
www.swapno.in
271. কমিউনিস্ট পার্টি ভারতে প্রথম কোথায় স্থাপিত হয় ? কানপুর 272. কম্বােজ রাজ্যের চীনা নাম কী ছিল ? ফু-নান। 273. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় ? 1857 সালে 274. কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ? 1781 সালে
275, কলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয় ? ১৮৩৫ সালে
276. কলকাতায় হলওয়েল সত্যাগ্রহের নেতৃত্বে কে ছিলেন ? সুভাষচন্দ্র বসু 277.কল্পসূত্র কী ? জৈন গ্রন্থ। 278. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ? কণিষ্ক 279. কুষাণ শাখার মধ্যে সর্বপ্রথম পরাক্রমশালী রাজা কে ছিলেন ? কুজলকারা কদফিসিস। 280. কুষাণরা কোন জাতিভুক্ত ছিল ? ইউ-চি 281. কৃষ্ণের অবতার” এবং “জগত ভূষণ” উপাধি কে ধারণ করেছিলেন? হুসেন শাহ 282. কৃষ্ণমােহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, রামতনু লাহিড়ী, রামগােপাল ঘােষ প্রমুখ কোন আন্দোলনের সঙ্গে সংযুক্ত ? নব্যবঙ্গ আন্দোলন।
283. ক্ষত্রপনহপান কোন উপাধি গ্রহণ করেন ? মহাক্ষত্রপ 284. ক্ষত্ৰপনহপান কোন বংশের রাজা ছিলেন ? শক
285. খাজোয়ার যুদ্ধ সুজা ও ঔরঙ্গজেবের মধ্যে কবে হয়েছিল ? ১৬৫৯ 286. খাজুরাহাে -এর মন্দিরগুলির কোন রাজাদের কীর্তি ? চান্দে 287.খান আব্দুল গফফর খান কোন দলের নেতা ছিলেন ? খােদা-ই-খিতমগার 28৪. খিলাফত আন্দোলন কাদের নেতৃত্বে শুরু হয়েছিল ? সৌকত আলি, মহম্মদ আলি 289.খিলাফত আন্দোলনের উদ্দ্যেশ্য কি ছিল?তুর্কী সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ ও খলিফার মর্যাদা পুনরুদ্ধার 290. খলিমপুর লিপি কার সময়কার ? দেবপাল 291.গঙ্গাইকোণ্ড’ উপাধি কে ধারণ করেন ? রাজেন্দ্র চোলদেব 292. গাইকোয়ার, ভোঁসলে, সিন্ধিয়া ও হােলকার কার অধীনে সেনাপতি ছিলেন ? পেশবাদের অধীন। 293.গান্ধার শিল্পিরীতির বিকাশ ঘটে কোন যুগে ? কুষাণ যুগে 294. গান্ধি আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ? 1931 সালে 295. গান্ধিজিকে কত সালে হত্যা করা হয় ? 1948 296. গান্ধিজিকে প্রথম মহাত্মা' বলেন : রবীন্দ্রনাথ ঠাকুর 297.গান্ধিজী কত সালে অসহযােগ আন্দোলন শুরু করেন ? ১৯২০ সালে 298. গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ? 1931 299.গান্ধী-আরউইন চুক্তি কত সালে সাক্ষরিত হয় ? ১৯৩১ সালে 300. গান্ধীজী ও জওহরলাল নেহেরুর দৃষ্টিভঙ্গীর তফাৎ কোথায় ছিল ? ভারতের শিল্পায়ন
www.swapno.in
301. গান্ধীজীর অনুপস্থিতিতে ভারত ছাড়াে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে ? অরুণা আসফ আলি। 302. গান্ধীজীর নেতৃত্বে কবে চম্পারণ সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল ? ১৯১৭-১৮ সালে
303. গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে ? ১৯৩০ সালের ১২ই মার্চ
304. গিরিনগর শিলালিপি কার সহিত সংযুক্ত ? মহাক্ষপ রুদ্রমনের
305, গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল ? বাহাউদ্দিন 306. গীতগােবিন্দম’ -এর রচয়িতা কে ? জয়দেব 307.গৌতম বুদ্ধ আনুমাণিক কত সালে জন্ম গ্রহণ করেন ? 566 খ্রীঃপূঃ। 308. গৌতম বুদ্ধ আনুমানিক কত সালে দেহত্যাগ করেন ? 483 খ্রীঃ পূঃ 309. গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন ? ক্ষত্রিয়
310. গৌতম বুদ্ধ কোথায় জন্ম গ্রহণ করেন ? নেপালের তরাই অঞ্চলের লুম্বিনীতে
311.গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন ? কুশীনগরে 312. গৌতম বুদ্ধ সর্বপ্রথম কোথায় তাঁর ধর্মমত প্রচার করেন ? সারনাথ
313. গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কী বলেন ? মহাপরিনির্বাণ 314. গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত ? ধর্মচক্রবর্তন।
315. গৌতম বুদ্ধের পিতার নাম কি ? শুদ্ধোদন
316. গৌতম বুদ্ধের পুত্র কে ? ‘রাহুল’ 317. গৌতম বুদ্ধের মায়ের নাম কি ? মায়াদেবী 318. গৌতম বুদ্ধের স্ত্রী -র নাম কি ? গােপা বা যশােধরা 319. গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন ? সাতবাহন। 320. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন? শশাঙ্ক
321. গৌড়বাহাে' কাব্যের রচয়িতা কে ? বাকপতি
322. গজনীর মামুদ কতবার ভারত আক্রমণ করেন ? ১৭ বার
323. গুজরাটের চালুক্য বা সােলাঙ্কি বংশের রাজধানীর নাম কী ছিল ? আনজিলওয়ারা বা পাতান। 324. গুজরাটের সােমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন ? মামুদ 325. গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত ? শশাঙ্ক 326. গণ পরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে ? ৯ই ডিসেম্বর, ১৯৪৬ 327. গণ্ডোফার্নিস কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ? পহুব বা পার্থিয় 328. গণপতি উৎসব ও শিবাজী উৎসব কে প্রবর্তন ? বালকৃষ্ণ চাপের
329. গণবিদ্রোহের যুগ' বলতে কোন সময়কে বােঝানাে হয় ? 1920 - 1947 330. গদর পার্টি কোথায় তৈরী হয়েছিল ? সানফ্রান্সিসকো।
www.swapno.in
331. গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ? 1913 সালে
332. গদর পার্টির জন্ম হয় কোথায় ? আমেরিকায় 333. গন্ডােমাকের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? ১৮৭৮, আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে 334. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ? জীবিতগুপ্ত
335. গুপ্তাব্দ' -কে প্রচলন করেন ? প্রথম চন্দ্রগুপ্ত 336. গুপ্তযুগে ‘ন্যায় সূত্র' কে রচনা করেন ? পক্ষিল স্বামিন 337. গুপ্তযুগে ‘পরমার্থসপ্ততি' বইটি কে লেখেন? বসুবন্ধু 338. গুপ্তবংশের প্রথম দুই রাজার নাম কী ? শ্রীগুপ্ত ও ঘটোৎকচ গুপ্ত 339. গুরু অর্জুনকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন ? জাহাঙ্গীর 340. গুরু গােবিন্দ সিং কত সালে খালসা প্রতিষ্ঠা করেন ? ১৬৬৯ সালে
341. গুরু নানকের বাণী সম্বলিত পুস্তকের নাম কী ? গ্রন্থসাহেব। 342. গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির তৃতীয় গুরুর নাম কী ? অমর দাস 343. গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির দ্বিতীয় গুরু কে হন ? অঙ্গদ 344. গ্রান্ড ট্রাঙ্ক রােড তৈরী শুরু হয়েছিল ১৮৩৯ সালে, শেষ হয় কত সালে ? ১৮৫০ সালে 345. গ্রীক ও রােষ্ট্রি হরফে ছাপা দ্বিভাষিক মুদ্রার প্রচলন করেন কে ? ডিমিট্রিয়াস 346. গ্রীক, রােমান ও ভারতীয় এই তিন শিল্পরীতির মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতি ? গান্ধার শিল্পরীতিতে 347.গ্রহণযােগ্য মতানুসারে সিন্ধু সভ্যতা মােটামুটি উন্নত হয়েছিল কোন সময়ে ? ৫০০০ বি.সি. 348. ঘটোৎকচ গুপ্ত -এর মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? প্রথম চন্দ্রগুপ্ত 349. চার্চিল কত সাল ক্রিপস মিশন নিযুক্ত করেন ? ১৯৪২ সালে 350. চালুক্যদের রাজধানীর নাম কী ? বাদামি বা বাতাপি 351. চিনে কমিউনিস্ট শাসন কত সালে প্রতিষ্ঠিত হয় ? 1949 সালে 352.চিরস্থায়ী বন্দোবস্ত' প্রথম কে প্রবর্তন করেন ? লর্ড কর্ণওয়ালিশ 353.চিস্তিয়া, সুরাবর্দী, সাঁরদয়ারী, নক্সাবন্দী প্রভৃতি সম্প্রদায়গুলি কোন্ ধর্মমতের ? সুফী 354. চীনে ও তিব্বতে বৌদ্ধ ধর্ম কারা প্রচার করেন ? কাশ্যপ মাতন্ড ও অতিশ । 355, চীনের দুঃখ’ কোন নদীকে বলা হয় ? হােয়াং হাে। 356. চৈতন্য চরিতামৃত' কে রচনা করেন ? কৃষ্ণদাস কবিরাজ 357.চৈতন্যদেব কোথায় দীক্ষা লাভ করেন ? গয়ায়
358. চৈতন্যদেব কত খ্রীষ্টাব্দে এবং কোথায় দেহত্যাগ করেন ? ১৫৩৩ খ্রীষ্টাব্দে পুরী বা নীলাচলে। 359.চৈতন্যদেবের বাবর নাম কী ? জগন্নাথ মিশ্র 360. চৈতন্যদেবের মায়ের নাম কী ? শচীমাতা
www.swapno.in
361. চোল রাজত্বে নিম্নের কোনটি ছিল ? নিপুন নৌবাহিনী 362. চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? বিজয়ালয়
363. চৌথ’ ও ‘সরদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন ? শিবাজী
364. চট্টগ্রাম অস্ত্রাগার কত সালে লুষ্ঠিত হয় ? ১৯৩০ সালের ১৮ই এপ্রিল
365. চণ্ডাশােক' কাকে বলা হয় ? অশােক 366. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ? কাশ্মীর 367. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সিংহাসনচ্যুত করে মগধের সিংহাসনে বসেন? ধননন্দ 368. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন কে ? বিন্দুসার 369. চন্দ্রগুপ্তের মতার নাম কী ? মুরা 370. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল ? ১৭৭০ খ্রিষ্টাব্দে। 371. ছত্রপতি' এবং ‘গাে-ব্রাহ্মণ-প্রজাপালক’ উপাধি কে গ্রহণ করেন ? শিবাজী। 372. জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গী এক ছিল ? চিত্তরঞ্জন দাস ও মােতিলাল নেহেরু 373. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ? লর্ড ডাফরিন 374. জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন ? জর্জ ইউল 375. জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন ? রাজনারায়ণ বসু 376.জাতীয় গ্রন্থাগার' কত সালে স্থাপিত হয় ? ১৮৩৫ সালে 377.জাফর খাঁ কার সেনাপতি ছিলেন ? আলাউদ্দিন খলজীর 378.জাফরনামা, নল দময়ন্তী, কালীমন -এই চিত্রগুলি কোন মুঘল সম্রাটের আমলের ? আকবর 379. জামি মসজিদ’, ‘দেওয়ানী আম’ ও ‘দেওয়ানী খাস’-এর নির্মাতা কে ? শাহজাহান 380. জালাল খাঁ ও শের খাঁ মধ্যে যে যুদ্ধ হয় তা কী নামে পরিচিত? সুরজগড়ের যুদ্ধ 381. জালালউদ্দিন ফিরােজ খলজী কাকে হত্যা করে দিল্লীর সিংহাসনে বসেন? কাইকোবাদ
382. জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ড কত সালে সংঘটিত হয় ? ১৯১৯ সালে।
383, জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে? ও ডায়ার।
384. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ? রাওলাট আইন চালু 385.জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ দূত ভারতে আসেন ? উইলিয়াম হকিন্স 386. জিলিল্লাহ' উপাধি কে গ্রহণ করেন ? গিয়াসউদ্দিন বলবন। 387. জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে ? খ্রীঃ পূঃ ষষ্ঠ শতকে 384. জৈন ধর্মে “সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান” -এই তিনটিকে একত্রে কি বলা হয় ? ত্রিরত্ন 389. জৈন সাহিত্য কোন ভাষায় লেখা ? অর্ধ মাগধী বা প্রাকৃত
390. জৈনদের দুটি সম্প্রদায়ের নাম কি ? দিগম্বর ও শ্বেতাম্বর
www.swapno.in
391. জন লরেন্স, আউটরাম, হ্যাভলক নাম গুলি কোন বিদ্রোহ দমনের সঙ্গে জড়িত ? সিপাহী বিদ্রোহ 392.জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ? মহাক্ষত্ৰপ রুদ্রমন। 393. জনাথন ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে কোথায় সংস্কৃত কলেজ স্থাপন করেন ? বারাণসী
394. জনমত প্রকাশের জন্য জনসভার আয়ােজন প্রথম কে করেন ? রামমােহন। 395. জব্বলপুরের কলচুরি বংশের রাজধানীর নাম কী ছিল ? ত্রিপুরী 396. জমিদার সমিতির পক্ষ থেকে কত সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সােসাইটি স্থাপিত হয় ? ১৮৮৪ সালে 397.জমিদারী সমিতি কবে প্রতিষ্ঠিত হয়? ১৮৩৮ খ্রিষ্টাব্দে 398. জুলিয়াস সীজারকে কে হত্যা করেছিলেন? ব্রুটাস
399. জলধর সেন ও দীনেন্দ্রকুমার রায় কোন পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ? বসুমতী 400. জয়সিংহ ও শিবাজীর মধ্যে পুরন্দরের সন্ধি কবে সাক্ষরিত হয় ? ১৬৬৫ 401. যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ? বারীন্দ্রকুমার ঘােষ 402. টোডরমল কতৃক নির্ধারিত রাজস্বব্যবস্থা কী নামে পরিচিত? আইন-ই-দশমালা
403. যােধাবাঈ মহল কে নির্মাণ করান ? আকবর। 404. যন্ত্রপাতি তৈরীতে প্রথম কোন ধাতুর ব্যবহার হয় ? তামা 405. যুবদিবস’ কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয় ? স্বামী বিবেকানন্দ 406. যবন বলতে কাদের বােঝায়? ব্যাকট্রিও বা বাত্নীক গ্রীকদের 407. যমুনা খাল ও শতদ্রু খাল কে খনন করিয়েছিলেন ? ফিরােজশাহ তুঘলক 408. ডাচরা কত সালে পুলিকটে কারখানা স্থাপন করে ? 1609 সালে 409. ডান্ডি অভিযান কত সালে হয়েছিল ? 1930 সালে। 410. ডান্ডি মার্চের সময় কোন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রঘুপতি রাঘব রাজারাম গানটি গেয়েছিলেন ? দিগম্বর বিষ্ণু পালুস্কর 411.ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন বংশের রাজা ? ব্যাকট্রিও গ্রীক 412. ডেইমাকস (গ্রীক রাজা এন্টিয়ােকাম প্রেরিত) কার রাজসভায় এসেছিলেন ? বিন্দুসার 413. ডন সােসাইটি' কে প্রতিষ্ঠা করেন ? সতীশচন্দ্র মুখােপাধ্যায়
414. ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট কত সালে কার্যকরী হয় ? 1876 415. তককিক-ই-হিন্দ' কার রচনা? অলবিরুনী। 416. তুঘলক নামা”ও “মাজাইন-ওল-ফুতুহা” কে রচনা করেন ? আমীর খসরু 417. তুঘলক বংশের শেষ সুলতান কে ? নাসিরুদ্দিন মহম্মদ শাহ্ । 418. তাজ-উল-মাসির' -কে রচনা করেন ? হাসান নিজামী। 419, তাজমহল, মােতিমহল, খাসমহল, শিশমহল —এগুলি নির্মাণ করিয়েছিলেন কে ? শাহজাহান
420. তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন ? ওস্তাদ ঈশা
www.swapno.in
421. তানসেন আকবরের রাজসভার একজন সঙ্গীতজ্ঞ 422. তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত ? হর্ষবর্ধন।
423. তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল ? 1944 424. তারিখ-ই-আলাই' -এর রচয়িতা কে ? আমীর খসরু
425. তারিখ-ই-ফিরােজশাহি' -এর লেখক কে ? জিয়াসউদ্দিন বরণী
426. তারিখ-ই-বাংলা' কার রচনা? সলিমউল্লাহ। 427.তিনটি গােলটেবিল বৈঠকেই কে উপস্থিত ছিলেন ? আম্বেদকর 428. তিনটি গােলটেবিল বৈঠকের (1930 নভেম্বর -1932 নভেম্বর ) মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেন ? দ্বিতীয় 429. তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল ? 1946 সালে। 430, তেলেগাঁওয়ের যুদ্ধে কোন মারাঠা সেনাপতি ইংরেজদের শােচনীয় ভাবে পরাজিত করেন ? মাহাদাজী সিন্ধিয়া 431. তৈমুর লঙ কোন্ বংশীয় ছিলেন ? চাক্তাই তুর্কী 432. তােরমান ও তাঁর পুত্র মিহিরকুল কোন বংশের রাজা ছিলেন ? হুন 433. তুজুক-ই-জাহাঙ্গীরি' -এর বিষয়বস্তু কী ? জাহাঙ্গীরের জীবনস্মৃতি। 434. তুজুক-ই-জাহাঙ্গীরী’ কে রচনা করেন ? জাহাঙ্গীর 435. তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ? 1909 সালে 436. তৃতীয় গােলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় ? ১৯৩২ সালে 437. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ? পাটলিপুত্র 438. তত্ববােধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? অক্ষয় কুমার দত্ত 439. তবকৎ-ই-নাসিরী’ -এর রচয়িতা কে ? মিনহাজউদ্দিন সিরাজ
440. তলােয়ার’ প্রত্রিকার সম্পাদক কে ছিলেন ? বিনায়ক দামােদর সাভারকার। 441. থেরবাদ’ ও ‘মহাসংঘিকা' কোন ধর্ম মতের দুটি মতবাদ ? বৌদ্ধ ধর্ম 442.দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে আসেন ? ১৯১৫ সালে 443. দক্ষিণ আফ্রিকায় গান্ধিজির প্রতিষ্ঠিত আশ্রমের নাম কি ? টলস্টয় ফার্ম 444. দক্ষিণ ভারতে ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলী কোন্ যুদ্ধে সিন্ধিয়া ও ভোঁসলে কে পরাস্ত করেন ? অসইয়ের যুদ্ধ 445.দাদাজী কোন্ডদেব শিবাজীর কে ছিলেন ? অভিভাবক 446.দানসাগার’ ও ‘অদ্ভূতসাগর’ গ্রন্থ দুটির রচয়িতা কে? বল্লাল সেন 447.দার-উল-সাফা নামে দাতব্য চিকিৎসালয় কে স্থাপন করেছিলেন ? ফিরােজশাহ তুঘলক 448. দাস ক্যাপিটাল' গ্রন্থটির লেখক কে ? কার্ল মার্কস। 449. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ? কুতুবউদ্দিন 450. দাসবােধ' গ্রন্থটির রচয়িতা কে? রামদাস
WWWWW.Swapno.in
451. দি হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ? হরিশচন্দ্র মুখােপাধ্যায় 452.দিলওয়াড়া' মন্দির কোথায় অবস্থিত ? রাজস্থানের আবু পাহাড়ে 453. দিল্লী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ? 1931 সালে 454. দিল্লী ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ? 1912 সালে
455. দিল্লীতে সৈয়দ বংশের রাজত্ব কে প্রতিষ্ঠা করেন ? খিজির খাঁ। 456. দিল্লীর আলাই দরওয়াজা কার আদেশে নির্মিত হয় ? আলাউদ্দিন খলজী
457.দিল্লীর কুতুব মিনার -এর নির্মাতা কে ? ইলতুৎমিস 458. দিল্লীর প্রথম মুসলমান শাসনকর্তা কে ? কুবাচা 459. দিল্লীর প্রথম স্বাধীন সুলতান কে ? কুতুবউদ্দিন 460. দিল্লীর লাল কেল্লা কার আমলে নির্মিত হয় ? আকবর 461.দিল্লীর লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয় কত সালে ? 1945 462.দিল্লীর সিংহাসনের একমাত্র নারী শাসকের নাম কী ছিল ? সুলতানা রাজিয়া 463.দিল্লীর সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ? ইলতুৎমিস। 464. দীন-ই-ইলাহি' ধর্ম মত কে প্রবর্তন করেন ? আকবর 465.দেওরাইয়ের যুধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ? ঔরঙ্গজেব ও দারাশিকোর 466. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত সালে প্রবর্তিত হয় ? 1878 সালে 467.দেশপ্রিয়’ নামে কে অভিহিত হন ? যতীন্দ্রমােহন সেনগুপ্ত 468.দৈবপুত্র সাহানুশাহী’ কাদের উপাধি ছিল ? কুষাণ রাজাদের 469. দ্বিজাতিতত্ত্বের ধারণাটি কার ? মহম্মদ আলি জিন্নাহ। 470. দ্বিতীয় অশােক' কাকে বলা হয় ? কণিষ্ককে 471.দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ কবে শুরু হয়েছিল ? ১৮৭৮ খ্রিষ্টাব্দে 472. দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ? 1892 সালে। 473. দ্বিতীয় গােলটেবিল বৈঠকে গান্ধিজীর সঙ্গী কে ছিলেন ? সরােজিনী নাইডু ও মদনমােহন মালব্য 474.দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? চৌহানরাজ তৃতীয় পৃথুিরাজ ও মহম্মদ ঘুরীর মধে 475. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন? উইনস্টন চার্চিল 476. দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার আমলে হয় ? কালাশােক বা কাকবর্ণের সময় । 477.দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ? বৈশালী 478.দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে নেন ? ওয়ারেন হেস্টিংস। 479. দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন ছিলেন ? ক্লাইভ
440. দশম শিখ গুরুর নাম কী ? গুরু গােবিন্দ সিংহ
www.swapno.in
481. ধীমান ও বীতপাল কোন যুগের শিল্পী ছিলেন ? পাল যুগ। 482. ধর্মসূত্রের দুটি ভাগ কী কী ? বেদাঙ্গ ও দর্শন 483. নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ? ভগত সিং 484. নাগরিকের অধিকার কে আইন দ্বারা নিয়ন্ত্রিত করেন ? লােকসভা । 485, নাদির শা কবে উত্তর ভারত আক্রমণ করেন ? ১৭৩৯ খ্রিষ্টাব্দে
486. নাদির শাহ কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারত আক্রমন করেন ? মহম্মদ শাহ 487. নাদির শাহ ময়ূর সিংহাসন কবে লুণ্ঠন করেছিলেন ? ১৭৩৯ 488. নানা ফড়নবীশ কে ছিলেন? মারাঠা নেতা ও ধুরন্ধর মন্ত্রী 489. নান্দিক কলম্বকম' কী সম্পকিত রচনা ? দক্ষিণ ভারতের তামিল ইতিহাস।
490. নাসিক লিপি কার ? সাতবাহনরাজ সাতকর্ণীর 491.নিউ ইন্ডিয়া' পত্রিকার প্রকাশক কে ? অ্যানি বেসান্ত 492. নিউ ইন্ডিয়া' সাপ্তাহিক পত্রিকার প্রকাশক কে ? বিপিনচন্দ্র পাল। 493. নিজামুদ্দিন আউলিয়া ও মৈনুদ্দিন চিশতি কোন সম্প্রদায়ের সাধু ছিলেন ? চিস্তিয়া। 494. নিমাই পণ্ডিত কার নিকট দীক্ষা লাভ করেন ? শ্রীঈশ্বরপুরী 495. নীল কমিশন’ কত সালে গঠন করা হয় ? 1860 496. নেতাজী কত সালে প্রথম কংগ্রেস প্রেসিডেন্ট হন ? ১৯৩৮ সালে 497, নেতাজীর ছদ্মবেশে দেশ ছাড়া ও সম্ভাব্য মৃতুর সালগুলি যথাক্রমে-১৯৪১ সালের ২৬শে জানুয়ারী ও ১৯৪৫ সালের ২৩শে আগস্ট
494. নদীয়া চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশাস প্রথম কীসের বিরােধিতা করেন ? নীল চাষের 499.নন্দ বংশের শেষ রাজা কে ? ধননন্দ। 500. পাকিস্থানের করাচীতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন ? মহম্মদ আলী জিন্নাহ। 501.পাঞ্জাব কেশরী' কাকে বলা হত ? লালা লাজপত রায়। 502. পাটুলিপুত্র নগরী কে স্থাপন করেন ? উদয়ী বা উদয়ভদ্র 503. পাদশাহ-নামা’ -এর রচয়িতা কে? আব্দুল হামিদ লাহােরী 504. পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬) কাদের মধ্যে হয়েছিল ? বাবর ও ইব্রাহিম লােদীর মধ্যে 505. পার্লামেন্ট ও সংবিধান কিসের দলিল ? আইনি ন্যায়। 506. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন ? গােপাল 507. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? ধর্মপাল
508. পি. এন. ঠাকুর ছদ্মনামে কে ভারত থেকে বিদেশে পাড়ি দিয়েছিলেন ? রাসবিহারী বসু।
509.পিটের ভারত আইন কবে পাশ হয় ? ১৭৮৪ খ্রিষ্টাব্দে 510. পেরিপ্লাস' গ্রন্থের রচয়িতা কে ? প্লিনি
www.swapno.in
511. পেশবা দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে কোন যুদ্ধ হয় ? তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ 512. পেশবা দ্বিতীয় বাজীরাও ও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? ১৮০২ খ্রীষ্টাব্দে 513. পেশবাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? বালাজী বিশ্বনাথ 514. পােলাজ, পরাউতি, চাচর ও বঞ্জর -কীসের শ্রেণী বিভাগ ? জমির উর্বরাশক্তির 515.পােস্ট এন্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয় ? লর্ড ডালহৌসি 516. পতঞ্জলি কে ছিলেন ? ব্যাকরণবিদ । 517. পন্ডিত জওহরলাল নেহেরু রাভী নদীর তীরে স্বাধীনতার প্রতীক হিসাবে কবে পতাকা উত্তোলন করেছিলেন? ১৯৩০ সালের ১লা জানুয়ারী 518. পন্ডিত জওহরলাল নেহেরুর সভপতিত্বে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় ? 1950 519, প্রকৃত জাতীয় পতাকার তিনটি রং কত সালে গৃহীত হয়েছিল ? ১৯৩১ সালে 520. প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যাবলীর চিত্র কার চিত্রশৈলীর বৈশিষ্ট ছিল ? জাহাঙ্গীর
521. প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের লােক ? গুপ্ত যুগের
522. প্রাচীন মিশরের ইতিহাসে ‘ফ্যারাও’(Pharoah) কাকে বলত? রাজা 523. প্রাচ্যের র:যাফেল’ কাকে বলা হয় ? মীর সৈয়দ আলি 524. পুরাণ কয়টি ? ১৮টি 525. প্রাথর্না সমাজ কে প্রতিষ্ঠা করেন ? আত্মারাম পান্ডুরং
526. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য কোন রাজা শুরু করেছিলেন ? অনন্তবর্মণ 527.প্রজ্ঞা-পারমিতা সূত্র' -এর রচয়িতা কে ? নাগার্জুন। 528. পর্জনা’ বৈদিক যুগের কোন দেবতা ? বায়ু। 529. প্রতিহার বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ? মহেন্দ্রপাল 530, প্রতিহার রাজবংশের শ্রেষ্ট রাজা কে ছিলেন ? প্রথম ভােজ। 531. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে হয় ? ১৭৬৬-৬৯ 532, প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ? 1861 সালে
533. প্রথম কোন ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি হন? সরােজিনী নাইডু। 534. প্রথম কোন ভারতীয় রাজা সুলতান মামুদকে বাধা দিয়েছিলেন ? জয়পাল 535. প্রথম কর্নাটকের যুদ্ধ কত খ্রীষ্টাব্দে শুরু হয় ? ১৭৪৬ খ্রীষ্টাব্দে
536. প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি ধারণ করেছিলেন ? মহারাজাধিরাজ। 537. প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরী করেছিলেন ? ভিকাজীরুস্তম কামা 538. প্রথম বাজীরাও ও দাক্ষিণাত্যের নিজামের মধ্যে দুরহা-সরাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ? ১৭৩৭ খ্রিষ্টাব্দে
539. প্রথম বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সালে হয়েছিল ? ১৯১৪-১৯১৮
540, প্রথম বৌদ্ধধর্ম সম্মেলন কোথায় আয়েজিত হয়েছিল ? রাজগৃহ
www.swapno.in
541. প্রথম বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন? কৃষ্ণকুমার মিত্র 542.প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যাল কত সালে প্রতিষ্ঠিত হয় ? 1916 সালে 543. প্রথম শিল্প আইন কত খ্রীস্টাব্দে প্রণীত হয় ? ১৮৮১ খ্রীস্টাব্দে 544. প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল ? ১৯৩০ সালের ২৬শে জানুয়ারী 545. পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ' উপাধি কে গ্রহণ করেন ? ধর্মপাল। 546. প্রয়াগে পাঁচ বছর অন্তর হর্ষবর্ধন যে মেলার আয়ােজন করতেন, তার নাম কী ? মহামােক্ষ পরিষদ 547. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয় ? ১৭৫৭ সালের ২৩শে জুন। 548. পলাশীর যুদ্ধ’-এর রচয়িতা কে? নবীনচন্দ্র সেন 549. পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় ? এম জি রানাডে
550. ফার্দোঞ্জি নওরােজী কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ? বােম্বাই অ্যাসােসিয়েশন
551.ফিরােজশাহ তুঘলক কাকে বাংলার স্বাধীন সুলতান বলে ঘােষণা করেন ? সিকান্দার শাহ
552. ফিরােজশাহ্ নগর কোট থেকে প্রাপ্ত যে সকল সংস্কৃত পুঁথির ফার্সী অনুবাদ করান হয়, তার নাম কী ? দলিল-ই-ফিরােজশাহী 553. ফোর্ট উইলিয়াম কলেজটির প্রতিষ্ঠাতা কে ? লর্ড ওয়েলেসলি
554. ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয় ? ১৭০০ 555. ফতেপুর-সিক্রি কে নির্মাণ করেন ? আকবর
556. ফতেহাবাদের মসজিদ কে নির্মাণ করান? হুমায়ুন 557. ফুতুহা-ই-আলমগীরি’ নামে ইসলামীয় শাস্ত্র কে সঙ্কলন করেন ? ঔরঙ্গজেব
558. ফুতুয়াৎ-ই-ফিরােজশাহী' নামক আত্মচরিতটির রচয়িতা কে? ফিরােজ শাহ তুঘলক 559. ফরাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানী কে স্থাপন করেন ? কলবেয়ার 560. ফ্রি হিন্দুস্থান' প্রত্রিকার প্রকাশক ও ‘ইউনাইটেড ইন্ডিয়া হাউস'-এর প্রতিষ্ঠাতা কে ? তারকনাথ দাস 561. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ? 1764 সালে 562.বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে চালু হয়? 1885 সালে 563. বঙ্গভঙ্গ” কোন্ সালে হয় ? ১৯০৫ সালে 564. বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন প্রত্রিকায় ? সঞ্জীবনী 565. বাংলা বিহারের সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন ? মজনু শাহ 566. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘সমাচারদর্পণ' কবে প্রকাশিত হয় ? ১৮১৮ খ্রিষ্টাব্দে 567.বাংলা শাসনের ফলে’ ও ‘মুচিরাম গুড়ের জীবনচরিত' কার লেখা ? বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
568. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ কোন যুগের রচনা ? পাল যুগের
569. বাংলাদেশে কৌলীন্য প্রথার প্রবর্তক কে ? বল্লাল সেন। 570. বাংলার ‘বড় সােনা মসজিদ এবং ‘আদিনা মসজিদ’ কোন স্থাপত্য রীতির নিদর্শন ? ইন্দো-ইসলামীয়
www.swapno.in
571. বাংলার প্রথম গুপ্ত সমিতি ‘অনুশীলন সমিতি' কাদের দ্বারা প্রতিষ্ঠিত ? সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র।
572. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? ওয়ারেন হেস্টিংস। 573. বাংলার বার্ক' নাম পরিচিত কে ? বিপিনচন্দ্র পাল।
574. বাংলার মুকুটহীন রাজা' বলে কাকে অভিহিত করা হয় ? সুরেন্দ্রনাথ ব্যানার্জী 575. বাঘাযতীন’ নাম কে পরিচিত ? যতীন্দ্রনাথ মুখােপাধ্যায়। 576. বাজারে মূল্য নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন ? আলাউদ্দিন খলজী 577. বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বিনয় বসু কবে রাইটার্স বিল্ডিং আক্রমন করেছিলেন? ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর 578. বাদশাহ-নামা' গ্রন্থটি কে রচনা করেন ? আব্দুল হামিদ লাহােরী
579. বাবা রামচন্দ্র কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ? কৃষক আন্দোলন
580. বাবর ও রাণসঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ কত সালে হয় ? ১৫২৭ সালে।
581. বাবর তাঁর পিতার মৃত্যুর পর কোন রাজ্য চালনার দায়িত্ব পান ? ফরঘনা 582. বার্গী(নিয়মিত), শিলাদার(অনিয়মিত) -এ দুটি ভাগ শিবাজী কোন ক্ষেত্রে চালু করেন? অশ্বারােহী সেনার ক্ষেত্রে 583. বারদৌলিতে আইন অমান্য আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল ? গান্ধীজী
584. বাল গঙ্গাধর তিলক কত সালে হােমরুল লীগ স্থাপন করেন ? ১৯১৬ সালে
585. বালাজী বিশ্বনাথের মৃত্যুর পর পেশবার পদ লাভ করেন কে ? প্রথম বাজীরাও
586. বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি হল ? সাহসাঙ্ক 587.বিক্রমাদিত্য’ও ‘লক্ষীকর্ণ’ কোন বংশের রাজা ছিলেন ? কলচুরি 588. বিক্রমজিৎ' উপাধি কে ধারণ করেন ? হিমু 589. বিক্রমশীলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে নির্মিত হয়েছিল ? ধর্মপাল 590. বিখ্যাত হিন্দুতীর্থ জ্বালামুখী কে ধ্বংস করেছিলেন ? ফিরােজশাহ তুঘলক 591. বিজয় প্রশস্তি’ গ্রন্থের রচয়িতা কে ? শ্রীহর্ষ 592. বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরী করেন কে ? মানবেন্দ্রনাথ রায় 593.বিদ্যাপতির পদাবলী” কোন ভাষায় রচিত ? মৈথিলী 594. বিদ্যাসাগরের প্রচেষ্টায় ও লর্ড ডালহৌসি প্রণীত হিন্দু বিধবা বিবাহ আইনটি কে বিধিবদ্ধ করেন ? লর্ড ক্যানিং 595. বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় ? 1856 596. বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য কে প্রথম উদ্যোগ নিয়েছিলেন ? বিদ্যাসাগর
597.বিন্দুসার কোন উপাধি ধারণ করেছিলেন ? অমিত্রঘাত 598. বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক' কী ? তিনটি পিটক 599. বিপিনচন্দ্র পাল কাকে প্রকৃত Universalist বলেছিলেন ? শ্রীরামকৃষ্ণ 600. বিপিনবিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ? আত্মােন্নতি সমিতি
www.swapno.in
601. বিবেকানন্দকে স্বামীজী উপাধি দেন কে ? অজিত সিং 602.বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ? হর্ষঙ্ক 603.বিম্বিসারের উপাধি কী ছিল ? শ্রেণিক
604. বিম্বিসারের পুত্রের নাম কী ? অজাতশত্রু।
605. বিহারের সমস্তিপুরে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ওয়ার্কশপের শ্রমিকরা যে ধর্মঘট করে, সেটিই প্রথম রেল ধর্মঘট –এই ধর্মঘটটি কবে হয়েছিল ? ১৯০৭ খ্রীস্টাব্দে। 606, বেঙ্গল ভলান্টিয়ার্স দলের নেতা ছিলেন ? হেমচন্দ্র ঘােষ 607.বেঙ্গলী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 608. বেদকে কেন্দ্র করে রচিত ধর্মগ্রন্থগুলির নাম কি ? সূত্র বা ধর্মসূত্র।
609. বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত ? ছয় ভাগে 610. বেদান্ত কলেজ কত সালে স্থাপিত হয় ? 1816 সালে। 611. বেদের অপর নাম কী ? শ্রুতি 612. বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে ? মদনমােহন মালব্য
613. বৈচিতের মধ্যে ঐক্য - বিবিধ বৈষমের মধ্যে ভারতের ঐক্যবােধ এ কথা কে বলেছিলেন ? ভিনসেন্ট স্মিথ
614. বৈদিক যুগে ‘পানি' কাদের বলা হয় ? এক শ্রেণির ব্যবসায়ীকে 615. বৈদিক যুগে ধনী বণিকদের কী বলা হত ? শ্ৰেষ্ঠী 616. বৈদিক যুগে ফেরাে’ –কার স্লোগান ছিল ? দয়ানন্দ সরস্বতী 617.বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে ? বরুণ 618.বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কী ? নিষ্ক 619. বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কী ? পুরন্দব। 620. বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি কি ? বেদ ও বেদাঙ্গ
621. বৈষ্ণব সাধক একনাথ, তুকারাম ও রামদাস কোন অঞ্চলের ধর্মগুরু ছিলেন ? মহারাষ্ট্র
622. বােম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল পথটি কবে চালু হয় ? ১৮৫৩ খ্রিষ্টাব্দে 623. বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা ? পালি। 624. বৌদ্ধদের উপাসনা স্থলকে কি বলা হয় ? মঠ বা বিহার 625. বজ্রযান ও সহজযান কী ? মহাযান পন্থী বৌদ্ধদের দুটি সম্প্রদায় 626. বজ্ৰসূচী' কার রচনা ? অশ্বঘােষ 627. বাউনী কার আদেশে ব্যাসদেব রচিত মহাভারতের কিছু অংশ ফার্সীতে অনুবাদ করেন ? আকবর 628. বুদ্ধ তাঁর প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন ? সারনাথ 629. বৃদ্ধ ভগৎ, বিন্দ্রাই মাংকি, সুইমুডা -এই নাম গুলি কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ? কোল | 630. বুদ্ধচরিত' কার রচনা? অশ্বঘােষ
www.swapno.in
631. বুদ্ধের বাণী যে বৌদ্ধ ধর্মগ্রন্থে পাওয়া যায় তার নাম কি ? পালি পিটক 632. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ? রামমােহন রায় 633. ব্রাহ্মসমাজের মূল কথা কি ছিল : একেশ্বরবাদ। 634. ব্রিটিশ আমলে সর্বপ্রথম সমান্তরাল সরকার গঠিত হয় : বালিয়া 635. ব্রিটিশ পার্লামেন্ট কোন বছর রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন পাশ করে ? ১৭৭৩ সালে
636. ব্রিটিশ বিরােধী আদিবাসী বিদ্রোহ ‘উলগুলান' –এর নেতৃত্ব কে দিয়েছিলেন ? বিরসা মুন্ডা।
637. ব্রিটিশ ভারতের ইতিহাস' কে লিখেছেন ? জেমস মিল।
638. ব্রিটিশ সরকার ১৯৩৫ সালে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেন তা কী নামে পরিচিত? ভারত শাসন আইন, ১৯৩৫
639. ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করেন ? 1911 সালে। 640. ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়ােগ করে ? ১৯১৬ খ্রিষ্টাব্দে
641.ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয়ের নাম কী ? দাদাভাই নৌরজি 642. ব্রিটিশ, আফগানিস্তান ও রঞ্জিৎ সিংহের ত্রিশক্তি চুক্তি কবে হয় ? ১৮৩৯ খ্রিষ্টাব্দে 643. ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন ? চোল
644. বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে ? সর্দার প্যাটেল 645.ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের কী ছিলেন? হিন্দু সেনাপতি। 646. বুলন্দ-দরওয়াজা কে নির্মাণ করিয়েছিলেন ? আকবর | 647.বহলুল লােদীর পর সিংহাসনে আরােহণ করেন কে ? সিকন্দর লােদী
648. বয়কট এবং স্বদেশি আন্দোলন কোন সাল থেকে ব্যাপক ভাবে শুরু হয় ? 1905 সাল 649. ভক্তি আন্দোলনের নেতা নামদেব কোন অঞ্চলের ? মহারাষ্ট
650. ভক্তিবাদের সাধক কবীরের গুরু কে ছিলেন ? রামানন্দ 651.ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ? পাঞ্জাবে। 652. ভারত ছাড়াে আন্দোলন কবে শুরু হয় ? আগস্ট, 1942 653. ভারত ছাড়াে আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমােদন করেছিল ? ১৯৪২ সালের ৮ই আগস্ট 654. ভারত ছাড়াে আন্দোলনের সময় কে বড়লাট ছিলেন ? লর্ড লিনলিথগাে। 655. ভারত ছাড়াে আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? লর্ড লিনলিথগাে। 656. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয় ? লর্ড ডাফরিন। 657. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় ? 1885
658, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ? অ্যানি বেসান্ত
659. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন ? অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম 660. ভারতীয় জাতীয় সেনাবাহিনীর আই এন এ সর্বাধিনায়ক কে ছিলেন ? সুভাষচন্দ্র বােস ।
WWWWW.Swapno.in
661. ভারতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন’ কে স্থাপন করেন ? জোশী 662. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ? মাদাম ভিকজি রুস্তম কামা 663. ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় কাকে ? মাদাম কামা 664. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ? ২৬শে নভেম্বর, ১৯৪৯। 665. ভারতীয় সংবিধানের দ্বারা তার নাগরিকরা কি পেতে পারে ? একক নাগরিকত্ব 666. ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় ? 1858 সালে। 667. ভারতে ‘খােরষ্টি’ ও ‘আরমাইক' লিপি কীসের প্রভাবে প্রচলিত হয় ? পারসিক। 668. ভারতে অন্তবর্তীকালীন সরকার যা ২রা সেপ্টেম্বর, ১৯৪৬ ক্ষমতা গ্রহণ করেছিল তাঁর নেতৃত্বে ছিলেন ? জওহরলাল নেহেরু
669. ভারতে ইংরেজ শাসনকে ‘Unconscious tool of History' কে বলেন ? কার্ল মার্কস
670. ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয় ? লর্ড বেন্টিঙ্ক
671. ভারতে নৌবিদ্রোহ কত সালে হয় ? 1946 672. ভারতে প্রথম ইংরাজি সংবাদপত্রের নাম কি ? হিকির গেজেট
673. ভারতে প্রথম কোথায় গান্ধিজী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন ? চম্পারণ 674. ভারতে প্রথম মে দিবস কবে ও কোথায় পালিত হয় ? ১৯২৭, বােম্বে -তে 675. ভারতে প্রথম রেল যােগাযােগ কত খ্রীস্টাব্দে শুরু হয় ? 1853 খ্রীস্টাব্দে 676. ভারতে ফরাসী বাণিজ্যকুঠি প্রথম কোথায় স্থাপিত হয় ? সুরাট 677.ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে ? সৈয়দ আহমেদ খান। 678. ভারতে শেষ স্বাধীন প্রদেশ কোনটি যা পরে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ? কাশ্মীর 679. ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন প্রথম দেখেন কে? যােসেফ ডুপ্লে 680. ভারতে সর্বপ্রথম জাতীয় পতাকা কবে উত্তোলিত হয়েছিল ? ১৯০৬ সালে 681. ভারতে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন কে ? লালা লাজপত রায় 682. ভারতের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ইংলন্ড থেকে কাকে ভারতে আনা হয়েছিল ? জেমস উইলসন 683. ভারতের আত্মা' বইটির লেখক কে ? বিপিনচন্দ্র পাল। 684. ভারতের আধুনিক জাতীয় পতাকা কত সালে গণপরিষদে গৃহীত হয়েছিল ? ১৯৪৭, ২২শে জুলাই। 685.ভারতের ইতিহাসে তুর্কী সাম্রাজ্যের স্থাপক হিসাবে কাকে ধরা হয় ? মহম্মদ ঘুরী 686. ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন ? দৌলত খাঁ লােদী ও আলম খাঁ লােদী 687. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? বােম্বাইতে
688. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা চাইতেন -শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকার কে তাদের দাবী জানাতে
689. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 3; 2 690. ভারতের ডাকটিকিট কে প্রবর্তন করেন ? লর্ড ডালহৌসি
www.swapno.in
691. ভারতের নেপােলিয়ান' কাকে বলা হয় ? সমুদ্রগুপ্তকে
692. ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয় ? ১৯৪৯, ২৬শে নভেম্বর 693. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? লর্ড ক্যানিং 694, ভারতের প্রথম সংগ্রামী ছাত্র সংগঠন কে প্রতিষ্ঠা করেন ? শচীন্দ্রপ্রসাদ বসু 695. ভারতের ভবিষ্যত সংবিধান সম্পর্কিত নেহেরু রিপাের্ট কার তৈরী ? মতিলাল নেহেরু 696. ভারতের মুকুট হীন রাজা কাকে হলা হয় ? রামমােহন রায় 697. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত হয় ? ১৯১১ সালে 698. ভারতের শেষ ইন্দো-গ্রীক রাজার নাম কী ? হারামাইয়স। 699. ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ? লর্ড মাউন্টব্যাটেন। 700. ভারতের সৈনিক জেনারেল মােহন সিং, সিঙ্গাপুরে কবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন ? ১৯৪১ সালে 701. ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়েছিল ? ১৯৪৭ সালে
702. ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান শহিদ কে ? মঙ্গল পান্ডে
703. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ' নামে পরিচিত ব্রাহ্মসমাজের নতুন শাখাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ? কেশবচন্দ্র সেন 704. ভারতবর্ষে প্রথম বৃহৎ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ? অশােক 705. ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন কে ? লর্ড কর্নওয়ালিশ 706. ভারতবর্ষে মুসলমান রাজত্বের প্রতিষ্ঠাতা কারা ? তুর্কী। 707.ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ? হেস্টিংস 708. ভারত-সভা কে প্রতিষ্ঠা করেন ? সুরেন্দ্রনাথ ব্যানার্জী। 709. ভাস্কো-দা-গামা কত খ্রীষ্টাব্দে কালিকট বন্দরে পৌছান ? ১৪৯৮ 710. ভূপেন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম কী ? যুগান্তর 711.ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ? সন্ন্যাসী বিদ্রোহ 712. মুঘল আমলে অথর্ব বেদের অনুবাদ করেন কে ? হাজি ইব্রাহিম 713. মুঘল আমলে নির্মিত ‘নিশাত বাগ’ কোথায় অবস্থিত ? কাশ্মীর 714. মুঘল আমলে নির্মিত ‘রাণী বাগ’ কোথায় অবস্থিত ? আগ্রা 715. মুঘল আমলে নির্মিত ‘শালিমার বাগ' কোথায় অবস্থিত ? লাহাের।
716.মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল ? দাম। 717.মুঘল যুগে শহরের প্রধান কথ্য ভাষা কী ছিল ? ফার্সী বা উর্দু। 718. মুঘল স্থাপত্যরীতিতে কোন রীতির বিশেষ প্রভাব পড়েছিল ? পারসিক। 719. মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত ও তার নাম কী ? পারসি, জাহাঙ্গিরনামা 720, মাউন্টব্যাটেনের পরিকল্পনা কত সালে ঘােষিত হয় ? ১৯৪৭ সালের জুন মাসে
WWWWW.Swapno.in
721. মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয় ? 1884 সালে।
722. মানবেন্দ্রনাথ রায়, ফাদার মার্টিন, হরিসিং -এই ছদ্মনামগুলি কার ? নরেন্দ্রনাথ ভট্টাচার্য 723. মানুষ সর্বপ্রথম কোন দানাশস্য ফলন করে ? ভুট্টা 724. মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে ‘হিন্দু ষড়যন্ত্র মামলা কোন সময় চলেছিল ? ১৯১৮ সালে 725. মারাঠা জাতির ইতিহাস' কার রচনা ? গ্রান্ট ডাফ। 726. মারাঠা মেকিয়াভেলি' কাকে বলা হত ? নানা ফড়নবীশ। 727.মারাঠা' এবং 'কেশরী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? লােকমান্য বালগঙ্গাধর তিলক।
728. মারাঠাজাতির ‘ম্যাগনা কার্টা' নামে অভিহিত সৈয়দ ভ্রাতা হুসেন আলির সঙ্গে বালাজী বিশ্বনাথের সন্ধি কবে সাক্ষরিত হয় ? ১৭১৪ খ্রিষ্টাব্দে 729. মারাঠাদের অত্যাচারের কাহিনী সম্পর্কে বাংলার কোন কবি কাব্য রচনা করেন? ঘনরাম 730. মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজীর সেনাপতি 731. মালবিকাগ্নিমিত্র নাটকটির রচয়িতা কে ? কালিদাস।
732. মাস্টারদা' নামে কোন বিপ্লবী পরিচিত ? সূর্য সেন
733. মিতাক্ষরা’নামক গ্রন্থটির রচয়িতা কে ? বিজ্ঞানেশ্বর। 734. মিত্রমেলা’ যা পরবর্তীকালে রুপান্তরিত হয়ে অভিনব ভারত' নামে পরিচিত হয় তার প্রতিষ্ঠাতা কে ? বিনায়ক দামােদর সাভারকার 735. মিনান্দার বা মিলিন্দ কোন বংশের রাজা ? ব্যাকট্রিও গ্রীক 736. মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয় ? 1929 737.মিলিন্দ পহ্ন’ বইটি কার লেখা ? মিনান্দারের 738.মিলিন্দ -এর উপাধি কী ছিল ? ধার্মিকম 739. মীরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল ? ১৯২৯ সালে 740. মীরার ভজন' কোন ভাষায় রচিত হয়েছিল ? ব্রজ বা ব্রজবুলি। 741. মেক্সিকো -তে কমুনিস্ট দল কে গঠন করেন ? নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
742. মেঘদূতম্', 'রঘুবংশম', কাব্যগুলির রচয়িতা কে? কালিদাস।
743. মেবারের রানা কুম্ভের বিজয় তােরণ এবং বিজয় নগরের বিঠল স্বামী মন্দির কোন স্থাপত্য রীতির নিদর্শন ? হিন্দু
744. মােপলা বিদ্রোহ কত সালে হয়েছিল ? 1920 সালে। 745. মৌর্য বংশের শেষ রাজা কে ? বৃহদ্রথ 746. মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা উত্তর পশ্চিম ভারতে অধিকার স্থাপন করেন ? ব্যাকট্রিও গ্রীকরা। 747. মৌলিক অধিকার কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে ? আমেরিকা 748. মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকাটি হল -গণবাণী। 749. ম্যাডাম কামা কর্তৃক প্যারিসে প্রকাশিত প্রত্রিকাটির নাম কী ? বন্দেমাতরম। 750. মৃতের স্তুপ'-এর অর্থটির সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত (মহেঞ্জোদড়া) তার খননকার্য কে চালিয়েছিলেন ? রাখালদাস বন্দ্যোপাধ্যায়
www.swapno.in
751. মদন পারিজাত” নামে মনুস্মৃতির নতুন ব্যাখ্যা কে দিয়েছিলেন? মাধব বিশ্বেশ্বর 752. মুদ্রা ব্যবস্থার সংস্কার কে করেছিলেন ? মহম্মদ বিন তুঘলক 753.মনা' কী ? বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রা। 754. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন এবং কুখ্যাত রাওলাট আইন কবে পাশ হয় ? ১৯১৯ সালে 755. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কত সালে হয়েছিল ? 1919 সালে 756. মন্তাখাব-ই-তারিখ-ই -এর রচয়িতা কে ? বাউনী 757.মনসবদারী প্রথা কে প্রচলন করেন ? আকবর 758. মমতাজের স্মরণে নির্মিত হয়েছিল -তাজমহল। 759. মূল সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে ? ৩৯৫টি 760. মুসাম্মান বুরজ সৌধ কে নির্মাণ করিয়েছিলেন ? শাহজাহান। 761. মুসলিম ফকির আহমদ শিরহিন্দির প্রভাবে কোন মুঘল সম্রাট সুন্নী ধর্মমতের দিকে বেশি প্রভাবিত হয়ে পড়েন ? ঔরঙ্গজেব 762. মুসলিম সম্প্রদায়কে প্রথম পাশ্চাত্য শিক্ষা গ্রহণে কে উদ্বুদ্ধ করেন ? সৈয়দ আহমেদ খান 763. মুসলিমলীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন ? একটি পৃথক সংবিধান সভার গঠন চেয়েছিল যেখানে পাকিস্তানের সংবিধান রচিত হবে 764. মুসলীম লীগ কত সালে পাকিস্থান দাবীর প্রস্তাব গ্রহণ করে ? ১৯৪০ সালে 765. মুসলীম লীগ কবে আত্মপ্রকাশ করে ? ১৯০৬ সালে। 766. মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন ? রবীন্দ্রনাথ ঠাকুর । 767.মহাত্মা গান্ধী কবে তাঁর বিখ্যাত ‘ডান্ডী পদযাত্রা করেন ? 12ই মার্চ,1930 768. মহান’ উপাধি কে লাভ করেছিলেন ? প্রথম রাজরাজ চোল 769. মহাবীর 540 খ্রঃ পূর্বাব্দে কোথায় জন্মগ্রহণ করেন ? বিহারের বৈশালী নগরের কুন্ডগ্রামে 770. মহাবীর আনুমানিক কত সালে মারা যান ? 468 খ্রীঃ পূঃ। 771.মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ? গােসাল। 772. মহাবীর কোথায় দেহত্যাগ করেন ? পাবা
773. মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন ? 23 জন
774. মহাবীরের পিতার নাম কি ? সিদ্ধার্থ 775. মহাবীরের পত্নীর নাম কি ? যশােদা 776. মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কী ? পার্শ্বনাথ 777.মহাবীরের মাতার নাম কি ? ত্রিশলা।
778. মহামতি' কাকে বলা হত ? আকবর 779. মহারাজ' উপাধি কোন বংশের রাজারা ধারণ করেছিলেন ? শৈলেন্দ্র বংশীয় রাজারা
780. মহারাজা', 'শিলাদিত্য' সকলােত্তরাপথনাথ’ উপাধিগুলি কে ধারণ করেছিলেন? হর্ষবর্ধন।
www.swapno.in
781.মহারাণীর ঘােষণাপত্র’ কবে প্রকাশ করা হয় ? ১৮৫৮, ১লা নভেম্বর 782. মহারাষ্ট্র সত্যশােধক সমাজের প্রতিষ্ঠাতা কে? জ্যোতিবা ফুলে 783. মহারাষ্ট্রে গণপতি উৎসবের প্রবর্তন প্রথম কে করেন? বাল গঙ্গাধর তিলক 784. মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয় ? গােপালহরি দেশমুখ। 785.মহাসিংহের মৃত্যুর পর পুত্র রঞ্জিৎ সিং কোন মিসলের নায়ক হন ? সুকারচুকিয়া 786. মহেঞ্জোদড়াে স্থানটি কোথায় অবস্থিত ? সিন্ধুপ্রদেশের লারকানা জেলায় 787. মহেঞ্জোদড়ােতে শীলমােহরে খােদাই করা কোন দেবতার মূর্তি পাওয়া গেছে ? শিবের আদি মূর্তি 788. মহেশ্বর' উপাধি কে ধারণ করেছিলেন ? দ্বিতীয় বা বীম কদফিসিস
789. মহম্মদ বিন তুঘলক দিল্লী থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ? দেবগিরি 790. মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী ? জুনা খাঁ 791. ময়ুর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন ? দ্বিতীয় চন্দ্রগুপ্ত 792.ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন ? বেবাদল খাঁ 793. রাউলাট আইন কত সালে পাশ হয় ? ১৯১৯ সালে 794. রাজারানী ও লিঙ্গরাজের মন্দির কোথায় অবস্থিত ? ভুবনেশ্বর 795. রাজতরঙ্গিনী’ -র রচিয়তা কে ? কলহন।
796. রাজবাহাদুর কে ? সঙ্গীতজ্ঞ
797. রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত ? তাঞ্জোর 798. রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ? 1896 সালে 799. রামানন্দ ও কবীরের দোঁহা -র ভাষা কী ? হিন্দী 800. রামাবতী' নামে নতুন রাজধানী কে স্থাপন করেন ? রামপাল
801. রামচরিত' এর রচয়িতা কে ? সন্ধাকর নন্দী 802. রাষ্ট্রকূট রাজধানীর নাম কী ছিল ? মান্যখেটা 803. রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কত সালে স্থাপিত হয় ? ১৯২৫ সালে 804. রিয়াজ-উ-সালাতিন' গ্রন্থটি কে রচনা করেন? গুলাম হুসেন। 805.রেলওয়ে বাের্ড কত সালে প্রতিষ্ঠিত হয় ? 1905 খ্রীস্টাব্দে 806. রেশম রাস্তা দিয়ে কী রপ্তানী হত? রেশম। 807. রত্নাবলী’, ‘প্রয়দর্শিকা’, ‘নাগানন্দ’ প্রভৃতি নাটকগুলির রচয়িতা কে ? হর্ষবর্ধন 808. রবিকীতি প্রণীত আইহােল প্রশস্তি’ থেকে কার কৃতিত্বের কথা জানা যায় ? দ্বিতীয় পুলকেশীর। 809. রবীন্দ্রনাথ ঠাকুর কবে ‘নাইট' উপাধি ত্যাগ করেন ? ১৯১৯ সালে 810. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন : মহাত্মা গান্ধীজী
www.swapno.in
811. লক্ষ্ণৌ -তে ‘নিখিল ভারত কিষাণ’ কবে তৈরী হয়েছিল ? ১৯৩৬ সালে 812. লাক্সবক্স’ কাকে বলা হত ? কুতুবউদ্দিন। 813. লাল কোর্তা’বা ‘রেড সার্ট’ বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? খান আব্দুল গফফর খান ৪14. লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন কংগ্রেস কারা তৈরী করেছিলেন ? কম্যুনিস্টরা 815. লালা লাজপত রায়ের সভাপতিত্বে AITUC বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে তৈরী হয়েছিল ? ১৯২০ সালে 816. লাহাের প্রস্তাব কত সালে পাশ হয় ? 1940 সালে । 817.লাহােরে অনুষ্ঠিত অধিবেশনে কবে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা দাবী করেন ? ১৯২৯ সালে 818. লাহােরের নিকট তালবন্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয় ? গুরুনানক 819. লােকহিতবাদী' কার ছদ্মনাম ? গােপালহরি দেশমুখ। 820. লন্ডনে প্রথম গােলটেবিল বৈঠক কত খ্রীস্টাব্দে আয়ােজিত হয় ? ১৯৩০ খ্রীস্টাব্দে
821. লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন ? মদনলাল ধিংড়া
822. লর্ড ওয়েলেসলী প্রবর্তিত অধীনতা মূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন কে ? হায়দ্রাবাদের নিজাম 823. লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ-প্রস্তাব কার্যকরী করেন? ১৯০৫ সালের ১৬ই অক্টোবর 824. লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ? ১৭৯৩ সালে 825.লর্ড ডালহৌসি কোন সালে ভারতের গভর্নর জেনারেল হন ? 1848 সালে। 826. লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন কবে পাশ করেন ? ১৮৭৬ খ্রিষ্টাব্দে 827. লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্ৰীপস, মি: আলেকজান্ডার প্রমুখদের নিয়ে গঠিত ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে ? ১৯৪৬ সালের ২৩শে মার্চ 828. লর্ড মিন্টো সংস্কার কত সালে হয়েছিল ? ১৯০৯ সালে 829. শকাব্দ প্রচলন করেন কে ? কণিষ্ক 830. শকারি’ উপাধি কে নিয়েছিলেন ? দ্বিতীয় চন্দ্রগুপ্ত 831. শিক্ষাব্যবস্থার ম্যাগনা কার্টা হিসাবে কোনটি পরিচিত ? উডের ডেসপ্যাচ 832. শিখ জাতির ইতিহাস' কার রচনা ? ক্যানিংহাম 833.শিখ জাতির চতুর্থ গুরুর নাম কী ? রাম দাস। 834. শিখ জাতির পঞ্চম গুরুর নাম কী ? গুরু অর্জুন 835.শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ? গুরু নানক। 836.শিখ নেতা লাল সিংহ -র নিষ্ক্রিয়তায় কোন যুদ্ধে শিখদের পরাজয় ঘটে ? মুদকীর যুদ্ধ। 837.শিখদের মধ্যে খালসা প্রথা প্রবর্তন করেন কে ? গুরু গােবিন্দ সিংহ। 838. শিবাজী উৎসব’ কবে প্রথম অনুষ্ঠিত হয় ? ১৮৯৬ সালের ১৫ই এপ্রিল 839. শিবাজী কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন ? ১৬২৭ 840. শিবাজীকে শাসনকার্যে যারা পরামর্শ দিতেন তাদের কী বলা হত ? অষ্টপ্রধান।
www.swapno.in
841.শিবাজীর পিতা ও মাতার নাম কি ? শাহজী ভোঁসলে, জিজাবাঈ ৪42. শিবাজীর প্রধান মন্ত্রীর নাম কী ছিল ? পেশবা। 843. শিলালিপিতে সম্রাট অশােক নিজেকে কোন নামে অভিহিত করেছেন ? দেবনামপ্রিয় প্রিয়দর্শন। 844. শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ শূলপাণি কোন যুগের লােক ছিলেন ? সেন। 845. শিশির কুমার ঘােষ প্রকাশিত সংবাদ পত্রটির নাম কি ? অমৃতবাজার 846. শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? নাগদশক
847.শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ? নালন্দা। 848. শেখ সেলিম চিস্তির সমাধি কোথায় অবস্থিত ? ফতেপুর সিক্রিতে 849. শেরশাহ ও হুমায়ুনের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল তা কী নামে পরিচিত ? বিলগ্রামের যুদ্ধ 850. শেরশাহ তাঁর সাম্রাজ্যকে কয়টি সরকারে ভাগ করেন ? ৪৭ টি 851.শেরশাহের প্রকৃত নাম কী ? ফরিদ খাঁ। ৪52. শেরশাহের প্রধানমন্ত্রীর পদটির নাম কী ? ওয়াজির 853. শেরশাহের পৃষ্ঠপােষকতায় ‘পদ্মাবতী' কাব্য কে রচনা করেন? মালিক মহম্মদ জয়সী 854. শেষ শক্তিশালী কুষাণ রাজা কে ? বাসুদেব । 855. শৈলেন্দ্র রাজবংশের কুল গুরু কে ছিলেন ? কুমার ঘােষ
856. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ? দয়ানন্দ সরস্বতী
857.শ্রীচৈতন্যদেব কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন ? ১৪৮৬ খ্রীষ্টাব্দে 858.শ্রীরামকৃষ্ণকে প্রকৃত ‘Universalist' বলেছিলেন কে ? বিপিনচন্দ্র পাল 859. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা কে ? উইলিয়াম কেরী
860. শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রটিশ সরকার কর্তৃক আইন (Trade dispute Act, Public Safety Bill ) কবে প্রণীত হয় ? ১৯২৯ সালে 861. শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কী বলা হয় ? মাৎস্যন্যায় 862. শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ? কর্ণসুবর্ণ। 863. সংবিধান রচনার দায়িত্ব প্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ? বি. আর, আম্বেদকর 864. সংবিধান সভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান ছিলেন যথাক্রমে-বাবু রাজেন্দ্রপ্রসাদ, ড: হরেন্দ্রকুমার মুখার্জী। 865. সংবিধানের কততম সংশােধনী অনুসারে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরুপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে ঘােষণা করা হয়েছিল ? ১৯৭৬, ৪২তম সংশােধনী
866. সংস্কৃত সাহিত্যের বিখ্যাত দূতকাব্য ‘পবনদূতম' কে রচনা করেন ? ধােয়ী
867.সংহিতা, ব্রাহ্মণ আরণ্যক, উপনিষদ" কার অংশ ? বেদ 868. সাংখ্যকারিকা’ -এর রচয়িতা কে ? ঈশ্বরকৃষ্ণ 869. সাইমন কমিশন কত খ্রীস্টাব্দে ভারতে আসেন ? 1928 খ্রীস্টাব্দে 870. সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল ? ১৯২৭ সালে
www.swapno.in
871. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 7 জন
872. সাম্প্রদায়িক বাঁটোয়ারা (Communal Award) কে চালু করেছিলেন ? রামসে ম্যাকডােনাল্ড 873. সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন ? অশােক 874.সিধু কানহু -র নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ কবে আরম্ভ হয় ? ১৮৫৫ খ্রিষ্টাব্দে 875.সিন্ধু স্যভাতা কত বছর আগের ? খ্রিঃ পূঃ ৩০০০ বছর 876. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা ? তাম্র। 877.সিন্ধু সভ্যতার পর ভারতে কোন সভ্যতার বিকাশ হয় ? আর্য বা বৈদিক সভ্যতা 878.সিন্ধু-অধিবাসীরা কীসের পূজা করত ? শক্তিপূজা বা মাতৃপূজা 879. সিন্ধু-সভ্যতাবাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ? ঘােড়া 880. সিন্ধু-সভ্যতাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না ? লােহা
881. সিন্ধু-সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি ? পােড়া মাটির ইট
882.সিন্ধু-সভ্যতার সঙ্গে অপরাপর কোন সভ্যতার বাণিজ্যিক লেনদেন ছিল ? সুমেরু ও মেসােপটেমিয়া সভ্যতার 883. সিপাহী বিদ্রোহ সর্বাগ্রে কোথায় আত্মপ্রকাশ করে ? ১৮৫৭, ২৯শে মার্চ, ব্যারাকপুর
884. সিপাহী বিদ্রোহকে ‘A first war of indipendance' কে বলেছিলেন ? সাভারকর 885.সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা নানাসাহেব কে ছিলেন ? পেশবা দ্বিতীয় বাজীরাও -এর দত্তক পুত্র 886. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ? মঙ্গল পান্ডে 887.সিমলা কনফারেন্স কত সালে হয় ? ১৯৪৫ সালে 88৪. সিমলা চুক্তি কোন ভাইসরয়ের আমলে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড ওয়েভেল 889. সিমলা বৈঠক কত সালে হয়েছিল ? 1945 890.সিয়ার-উল-মুতাক্ষরীণ -এর রচয়িতা কে? গুলম হুসেন বাবাই 891.সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, কথামালা -বই গুলি কার সঙ্গে জড়িত ? ঈশ্বরচন্দ্র 892.সীমান্ত গান্ধীর” আসল নাম কি ? খান আব্দুল গফুর খান। 893. সেকেন্দ্রায় আকবরের সমাধি কে নির্মাণ করেছিলেন? জাহাঙ্গীর 894. সেন বংশের প্রথম রাজা কে ছিলেন ? বিজয় সেন।
895. সেন বংশের শ্রেষ্ট রাজা কে ? লক্ষ্মণ সেন।
896. সৈয়দ বংশের পতন ঘটান কে ? বহলুল লােদী। 897.সােত্রাও –এর যুদ্ধের ফলশ্রুতি হিসাবে শিখ ও ইংরেজদের মধ্যে লাহাের সন্ধি' কবে স্বাক্ষরিত হয় ? ১৮৪৬ সালে। 898. সােমপুরী, ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ? ধর্মপাল। 899. সঞ্জীবনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? কৃষ্ণকুমার মিত্র। 900. স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় ? 1917
www.swapno.in
901. স্যার উইলিয়াম জোনস কবে এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন ? ১৭৮৪ সালে।
902. স্যার কার্জন ওয়াইলি -কে হত্যা করে কে ? মদনলাল ধিংড়া
903. স্যার জন সাইমন কত খ্রীস্টাব্দে তাঁর রিপাের্ট পেশ করেছিলেন ? ১৯৩০ খ্রীস্টাব্দে 904. স্যারভ্যান্টস অফ ইন্ডিয়া সােসাইটি’ বা ‘ভারত সেবক সংঘ’ কে প্রতিষ্ঠা করেন ? গােপালকৃষ্ণ গােখেল 905. সতীদাহ প্রথা কবে ও কার সময়ে নিষিদ্ধ হয় ? ১৮২৯, বেন্টিঙ্ক
906. সন্ধ্যা’ পত্রিকার প্রকাশক কে ছিলেন ? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 907. সন্ন্যাসী বিদ্রোহ' কত সালে শুরু হয় ? ১৭৬৩ সালে। 908. স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র কবে গঠিত হয় ? ১৯৭১ সালে 909. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ? শ্রী চক্রবর্তী রাজাগােপালাচারী 910. স্বাধীনতা লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ? জে বি কৃপালিনী
911. স্বাধীনতা সংঘ’ বা ‘ইন্ডিপেন্ডেন্স লীগ' কারা স্থাপন করেন ? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু 912. স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেন ? আর্য সমাজ 913. স্বত্ববিলােপ নীতি কে প্রবর্তন করেন ? লর্ড ডালহৌসি 914. স্বদেশ ও স্বাধীনতা' বইটি কার লেখা? অশ্বিনীকুমার দত্ত
915. স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ? অশ্বিনীকুমার দত্ত
916. স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয় ? অসহযােগ 917. স্বরাজ্য পার্টি কোন সালে দ্বিতীয় বারের জন্য নির্বাচনে অংশগ্রহন করে ? 1926 সালে 918. সভা’ ও ‘সমিতি' এ দুটি পরিষদ কোন যুগের সঙ্গে সম্পর্ক যুক্ত ? বৈদিক যুগ 919. সুভাষচন্দ্র বসু ১৯৪৩ সালে কোথায় ‘আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ? সিঙ্গাপুর। 920. সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ? 1941 921.সুভাষচন্দ্র বসু কবে ফরােয়ার্ড ব্লক গঠন করেন ? ১৯৩৯ সালে 922. সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রথম কোথায় গঠিত হয় ? সিঙ্গাপুর 923.সমৃদ্ধ ব্রিটিশ ভারত' গ্রন্থটির লেখক কে? উইলিয়াম ডিগবি 924. সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল ? কুমারদেবী 925. সুরেন্দ্রনাথ কর্তৃক ‘ভারতসভা' কবে স্থাপিত হয় ? ১৮৭৬ সালে | 926. সর্ব শেষ মুঘল সম্রাট কে ছিলেন ? দ্বিতীয় বাহাদুর শাহ্ | 927.সর্বক্ষত্রিয়ান্তক’, ‘উগ্রসেন’, ‘একরাট' উপাধিগুলি কে ধারণ করেছিলেন ? মহাপদ্মনন্দ
928. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় ? 1925 সালে
929. সর্বভারতীয় মুসলিম লিগের লন্ডন শাখার প্রথম সভাপতি কে হয়েছিলেন ? আমির আলি
930. সর্বশ্রেষ্ট ইন্দো-গ্রীক রাজা মিনান্দার কার নিকট বৌদ্ধধর্মে দীক্ষা নেন ? নাগসেনের নিকট
www.swapno.in
931.সুরসাগর'-এর রচিয়তা কে ? সুরদাস | 932. সুলতান ইব্রাহিম আদিল শাহ কী নামে ভূষিত হয়েছিলেন ? জগৎ গুরু
933. সুলতান মামুদ কত বার ভারত আক্রমন করেছিলেন ? ১৭ বার 934. সুলতান মামুদের পিতার নাম কী ? সবুক্তগীন। 935. সবাই -এর সন্ধি কত খ্রীষ্টাব্দে স্বাক্ষরিত হয়? ১৭৮২ খ্রীষ্টাব্দে। 936. সুলভ সমাচার’ পত্রিকাটি কে প্রকাশ করতেন ? কেশবচন্দ্র সেন 937. সড়ক-ই-আজম কে নির্মাণ করেন ? শেরশাহ 938. হাজী শরিয়ৎ উল্লাহ -এর নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত ? ওয়াহাবী। 939. হাতিগুম্ফা লিপি কার সময়ের ? কলিঙ্গরাজ খারবেলের।
940. হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল ? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
941. হান্টার কমিশনের রিপাের্ট কত সালে প্রকাশিত হয় ? 1920 সালে 942. হামিদাবানু আকবরের কে ছিলেন ? মাতা। 943. হায়দার আলি কত সালে মহিশূরের কর্তৃত্ব গ্রহণ করেন ? ১৭৬১ সালে। 944. হিউ-এন-সাঙ রচিত গ্রন্থটির নাম কী ? সি-ইউ-কি
945.হিতবাদী' পত্রিকার সম্পাদক কে ছিলেন ? কালীপ্রসন্ন কাব্য বিশারদ
946.হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? আলেকজান্ডার ও পুরুর মধ্যে 947. হিন্দু আইন ‘দায়ভাগ’ -এর রচয়িতা কে? জীমূতবাহন 948. হিন্দু কলেজ ও স্কুল বুক সােসাইটি কবে স্থাপিত হয় ? ১৮১৭ সালে 949. হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ? ডেভিড হেয়ার 950. হিন্দু কলেজের বর্তমান নাম কি ? প্রেসিডেন্সি কলেজ। 951. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ? হরিশ্চন্দ্র মুখােপাধ্যায় 952. হিন্দু বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয় ? ১৮৫৬ সালে 953.হিন্দু মিশনারি সমিতি কোথায় স্থাপিত হয়েছিল ? মহারাষ্ট্র 954. হিন্দু মুসলিম ঐক্য প্রতিফলিত হয়েছিল কোন আন্দোলনে ? খিলাফত আন্দোলনে। 955. হিন্দু-পাদপাদশাহীর” আর্দশ কে ঘােষণা করেন ? প্রথম বাজীরাও 956. হিন্দু-মুসলিম একই মাটিতে গড়া’ -এ কথা কে বলেছিলেন ? কবীর 957.হিমু ও আকবরের মধ্যে পাণিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ? ১৫৫৬ 958.হীনযান ও মহাযান কী ? বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায় 959. হেলিওডােরাসের উপাধি কী ছিল ? পরমভাগবত 960. হ্যানিবল কে? কার্থেজের জেনারেল
www.swapno.in
961. হূণদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে ? স্কন্দগুপ্ত
962. হুমায়ূণ নামা' কার রচনা ? গুলবদন বেগম। 963. হরিজন' পত্রিকার প্রকাশক কে ? মহাত্মা গান্ধী 964. হরিদাস চৈতন্যদেবের কে ছিলেন ? মুসলিম শিষ্য 965. হরিষেণ কার সভাকবি ছিলেন ? সমুদ্রগুপ্ত
966. হরিষেণ রচিত এলাহাবাদ স্তম্ভলিপিতে কার কথা বলা হয়েছে ? সুমুদ্রগুপ্তের কথা।
967.হরপ্পায় পাওয়া মৃৎপাত্রের গায়ে সাধারণভাবে কোন রং ব্যবহার করা হয়েছে ? বাফ 968. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ? উদয়িন 969. হর্ষচরিত -এর রচয়িতা কে? বাণভট্ট 970. হর্ষবর্ধন কত খ্রিষ্টাব্দে সিহাসনে বসেন ? 606 খ্রীঃ 971. হর্ষবর্ধন তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেন ? কনৌজে | 972. হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন ? হিউ-এন সাঙ
973. হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ কত সালে শুরু হয় ? 1940 সালে 974. হলদিঘাটের যুদ্ধে (১৫৭৬ )আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ? রাণা প্রতাপ 975. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন ? মানসিংহ।
Phone
.
নয়
। 6:54 Aল
https://www.google.com/
Q
WWW
=
ALL
AGES
Sign in
Visit our site now >
nnhwww.swapno.in
Q
Google offered
int
গুগলে সার্চ করুন আর পেয়ে
যান সব PDF
www.swapno.in
Comments
Post a Comment