constitution
ভারতীয় সংবিধান ১০৯ প্রশ্নোত্তর।
১. ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ? উত্তর : ১৯৪৮ সালে
১৩. রাজ্যসভার মােট আসন সংখ্যা কত? উত্তর : ২৫০টি
২. গণপরিষদের খসড়া কমিটির চেয়াম্যান ছিলেন ? উত্তর : আম্বেদকর।
১৪. রাজ্যসভার কয়টি আসন নির্বাচিত? উত্তর : ২৩৮টি
৩. চেয়ারম্যানসহ ড্রাফটিং কমিটিতে মােট কতজন সদস্য ছিলেন ? উত্তর : সাতজন
১৫. রাজ্যসভার কয়টি আসন সংরক্ষিত? উত্তর : ১২টি
১৬. লােকসভার মােট আসন সংখ্যা কত? উত্তর : ৫৫২টি
৪. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ? উত্তর : ডক্টর সচ্চিদানন্দ সিনহা।
১৭. লােকসভার কয়টি আসন নির্বাচিত? উত্তর : ৫৫০টি
৫. সংবিধান রচনার জন্য গণপরিষদ মােট কতগুলি কমিটি গঠন করেছিল ? উত্তর : ১৩টি
১৮. লােকসভার কয়টি আসন সংরক্ষিত? উত্তর : ২টি
৬. রাষ্ট্রপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করেন ? উত্তর : উপরাষ্ট্রপতি
১৯. বর্তমানে লােকসভার কত আসনে নির্বাচন হয়? উত্তর : ৫৪৩টি
৭. কাকে অনুকরণ করে রাষ্ট্রপতির পদটি সৃষ্টি করা হয়েছে ? উত্তর : ব্রিটেনের রানী
২০. ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গভর্নর নিযুক্ত
হন?
উত্তর : সরােজিনী নাইডু
৮. সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে ? উত্তর : পঞ্চম অধ্যায়ে
৯. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হন? উত্তর : প্রতিভা পাটিল
২১. মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে দেশে প্রত্যাবর্তন করেন? উত্তর : ৯ জানুয়ারি ১৯১৫
১০. রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযােগ উত্থাপনের কতদিন আগে নােটিশ দিতে হয় ? উত্তর : ১৪দিন
২২. মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন? উত্তর : ৩০ জানুয়ারি ১৯৪৮
২৩. মহাত্মা গান্ধী কোথায় নিহত হয়েছিলেন? উত্তর : ভারতের বিড়লা হাউজে
১১. ভারতে কয় কক্ষবিশিষ্ট পার্লামেন্ট রয়েছে ? উত্তর : দুই কক্ষবিশিষ্ট
২৪. বিড়লা হাউজের বর্তমান নাম কী? উত্তর : গান্ধী সদন।
১২. দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নাম কী কী? উত্তর : রাজ্যসভা ও লােকসভা।
২৫. লােকসভার কার্যকালের মেয়াদ - ৫ বছর
হতে হয় ? উত্তর : অপর ৫০ জন
২৬. রাজ্যসভায় যেকোনাে সদস্য-এর কার্যকালের মেয়াদ - ৬ । বছর
৪১. রাষ্ট্রপতি পদ প্রার্থীকে ন্যূনতম কতবছর বয়স্ক হতে হয় ? উত্তর : ৩৫ বছর
২৭. রাজ্যসভার সদস্য প্রার্থীকে - ৩০ বছর হতে হবে।
২৮. লােকসভার সদস্যপ্রার্থীকে - ২৫ বছর হতে হবে।
৪২. রাষ্ট্রপতি পদ প্রার্থীকে কতটাকা জামানত হিসাবে রাখতে হয় ? উত্তর : ১৫০০০ টাকা
২৯. রাষ্ট্রপতি - নির্বাচন কমিশনারকে নির্বাচিত করেন
৩০. রাষ্ট্রপতির পদপ্রার্থীকে - নূন্যতম ৩৫ বছর বয়স্ক হতে হবে।
৪৩. কতশতাংশ ভােট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত। বাজেয়াপ্ত হয় ? উত্তর : ১/৬ অংশ।
৩১. রাষ্ট্রপতি - ৫ বছরের জন্য নির্বাচিত হবেন।
৩২. প্রধানমন্ত্রীর পদপ্রার্থীকে - নূন্যতম ২৫ বছর ব্যস্ক হতে
৪৪. রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করে কে ? উত্তর : নির্বাচন কমিশন
হবে
৩৩. নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? উত্তর : ব্রিটেন থেকে
৪৫. রাষ্ট্রপতির নির্বাচনে কোন দুটি নীতি মেনে চলা হয় ? উত্তর : সমানুপাতিক প্রতিনিধিত্ব ও একক হস্তান্তরযােগ্য ভােট পদ্ধতি [৫৩(৩)]
৩৪. ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে কে ? উত্তর : একটি নির্বাচক সংস্থা।
৪৬. রাষ্ট্রপতির নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের কোন পদ্ধতি মেনে চলা হয় ? উত্তর : হেয়ার পদ্ধতি
৩৫. রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? উত্তর : মার্কিন যুক্ত রাষ্ট্র
৪৭. রাষ্ট্রপতির নির্বাচনে ভােটদাতাকে কোন পছন্দ অবশ্যই
জানাতে হয় ? উত্তর : প্রথম পছন্দ
৩৬. রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয় ? উত্তর : নির্বাচিত MP ও MLA দের নিয়ে
৪৮. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে
উত্তর : আয়ারল্যান্ড থেকে।
৩৭. কারা রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থার সদস্য নন ? উত্তর : মনােনীত MP ও MLA গন
৪৯. রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? উত্তর : মার্কিন যুক্ত রাষ্ট্র
৩৮. রাষ্ট্রপতি কার কাছে মনােনয়ন পত্র পেশ করেন ? উত্তর : লােকসভার সচিবের কাছে।
৩৯. রাষ্ট্রপতির মনােনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয় ? উত্তর : ৫০জন।
৫০. রাষ্ট্রপতির পদচ্যুতির ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? উত্তর : মার্কিন যুক্ত রাষ্ট্র
৪০. রাষ্ট্রপতির মনােনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত
৫১. রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনােনয়নের ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? উত্তর : আয়ারল্যান্ড
৫২. রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরােধের মীমাংসা করে কে ? উত্তর : সুপ্রীম কোর্ট
৫৩. রাষ্ট্রপতি কত শতাংশ ভােট না পেলে জামানত বাজেয়াপ্ত হয় ? উত্তর : একষষ্ঠাংশ
৬৫. ভারতে প্রথম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে ? উত্তর : V.V.গিরি(১৯৬৯তেজাকির হােসেনের মৃত্যুর পর) ৬৬. সুপ্রীমকোর্টের কোন প্রধানবিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে ? উত্তর : মহম্মদ হিদয়েতুল্লা(১৯৬৯.V.V.গিরি রাষ্ট্রপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে)
৫৪. রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার কে ? উত্তর : লােকসভা ও রাজ্যসভার মহাসচিব
৫৫. রাষ্ট্রপতির নির্বাচনে প্রত্যেক ভােটদাতার কটি ভােট থাকে ? উত্তর : যতজন প্রার্থী তত গুলি
৬৭. কতজন উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ? উত্তর : দুজন(V.V.গিরি-১৯৬৯,বি.ডি.জাত্তি-১৯৭৭ তে)
৫৬. দ্বিতীয় পছন্দের ভােটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন কে ? উত্তর : V.V.গিরি (১৯৬৯-চতুর্থ রাষ্ট্রপতি)
৬৮. রাষ্ট্রপতির অপসারন পদ্ধতির নাম কী ? উত্তর : ইমপিচমেন্ট
৬৯. কত নং ধারানুযায়ী রাষ্ট্রপতি অপসারিত হন ? উত্তর : ৬১নং
৫৭. প্রথম কে অকংগ্রেসী দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন ? উত্তর : সঞ্জীব রেড্ডি(১৯৭৭-ষষ্ঠ রাষ্ট্রপতি)। ৫৮. কোন রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে প্রথম সুপ্রীমকোর্টে মামলা হয় ? উত্তর : ভি.ভি.গিরির নির্বাচনকে(১৯৬৯-চতুর্থ নির্বাচন)
৭০. কত নং ধারানুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হবার কতদিনের মধ্যে মধ্যে নির্বাচন করতে হয় ? উত্তর : ৬ মাসের মধ্যে
৫৯. কোন রাষ্ট্রপতি পুন:নির্বাচিত/দুবার নির্বাচিত হন ? উত্তর : রাজেন্দ্রপ্রসাদ(১৯৫২,১৯৫৭)।
|
৭১. কী কারনে/অভিযােগে রাষ্ট্রপতিকে অপসারন করা যায় ? উত্তর : সংবিধান লঙ্ঘন
৭২. রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা তা ঠিক করেন
৬০. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে। হয় ? উত্তর : ৬ মাসের মধ্যে (৬২নং ধারা)
কে ?
উত্তর : সংশ্লিষ্ট কক্ষ
৬১. প্রথম রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয় ? উত্তর : ১৯৫২ সালের ২রা মে.(পরিচালনা করে নির্বাচন কমিশন)
৭৩. রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযােগ উত্থাপনের কতদিন আগে নােটিশ দিতে হয় ? উত্তর : ১৪ দিন
৬২. প্রথম অন্তর্বর্তী রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয় ? উত্তর : ১৯৬৯ (জাকির হােসেনের মৃত্যুর পর)
৭৪. পার্লামেন্টের কোন কক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযােগ উত্থাপন করা যায় ? উত্তর : যেকোন কক্ষে
৬৩. ভারতে কতবার অন্তর্বর্তী রাষ্ট্রপতির নির্বাচন হয় ? উত্তর : দুবার
৭৫. রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযােগ কতজন সদস্যের দ্বারা অনুমােদিত হতে হয় ? উত্তর : দুই-তৃতীয়াংশ
৬৪. কতজন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান ? উত্তর : দুজন (জাকির হােসেন-১৯৬৯,F.A.আহমেদ-১৯৭৭)।
উত্তর : ১৯৭৭
৭৬. রাষ্ট্রপতির অপসারনে কী মনােনীত সদস্যরা অংশ নিতে। পারেন ? উত্তর : পারেন
৮৯. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : জাকির হােসেন
৭৭. কোন রাষ্ট্রপতি প্রথম পার্লামেন্টের যৌথ অধিবেশন আহবান করেন ? উত্তর : রাজেন্দ্রপ্রসাদ
৯০. কোন রাষ্ট্রপতির সময়ে ভারতের স্বাধীনতার ৫০বছর(Golden Jubilee)পালিত হয় ? উত্তর : শঙ্কর দয়াল শর্মা (প্রধানমন্ত্রী-I.K.গুজরাল)(১৯৯৭)
৭৮. ১৯৬২ সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘােষনা করেছিলেন ? উত্তর : রাধাকৃষ্ণান।
৯১. কোন রাষ্ট্রপতির সময়ে ভারতীয় প্রজাতন্ত্রের ৫০বছর(Golden Jubilee)পালিত হয় ? উত্তর : K.R.নারায়নন(প্রধানমন্ত্রী-বাজপেয়ী)(২০০০)
৭৯. ১৯৭১ সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘােষনা করেছিলেন ? উত্তর : V.V.গিরি।
৯২. কে প্রথম নির্দল প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন ? উত্তর : ভি.ভি.গিরি(১৯৬৯)
৮০. ১৯৭৫ সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘােষনা করেছিলেন ? উত্তর : F.A.আহমেদ
৯৩. রবার স্ট্যাম্প রাষ্ট্রপতি কাকে বলা হয় ? উত্তর : ভি.ভি.গিরি
৮১. জাতীয় জরুরী অবস্থা ঘােষনা প্রত্যাহার করেন কে ? উত্তর : রাষ্ট্রপতি
৯৪. কোন রাষ্ট্রপতির সময়ে প্রথম হ্যাং পার্লামেন্টের বিষয়টি দেখা যায় ? উত্তর : সঞ্জীব রেড্ডি(১৯৭৯তে)
৮২. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান ? উত্তর : রাজেন্দ্রপ্রসাদ
৯৫. কতজন রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টের সম্মুখীন হন ? উত্তর : চারজন(সঞ্জীব,ভেঙ্কটরামন,শঙ্করদয়াল,নারায়নন)
৮৩. ভারতের দীর্ঘকালীন (১২বছর) রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : রাজেন্দ্রপ্রসাদ (১৯৫০-৬২)
৯৬. কতজন রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান ? উত্তর : তিনজন(রাধাকৃষ্ণান-১৯৫৪,জাকির হােসেন। ১৯৬৩,A.P.J.A.কালাম-১৯৯৭)
৮৪. জাকির হােসেন(তৃতীয় রাষ্ট্রপতি) কতসালে ভারতরত্ন পান
উত্তর : ১৯৬৩ (রাষ্ট্রপতি হবার আগে)
৯৭. প্রথম কে রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান ? উত্তর : রাধাকৃষ্ণান(১৯৫৪)
৮৫. ভারতে কতজন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয় ? উত্তর : দুজন (জাকির হােসেন ও F.A.আহমেদ)
৯৮. একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার পদে আসীন ছিলেন ? উত্তর : রাজেন্দ্রপ্রসাদ
৮৬. প্রথম কোন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয় ? উত্তর : জাকির হােসেন (১৯৬৯)
৯৯. দক্ষিন ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন ? উত্তর : রাধাকৃষ্ণান
৮৭. ভারতের স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর : জাকির হােসেন(৬৭-৬৯)
১০০. একমাত্র রাষ্ট্রপতি যিনি পদ্মবিভূষণ ও ভারতরত্ন পেয়েছেন ? উত্তর : জাকির হােসেন।
৮৮. F.A.আহমেদের কত সালে নিজ অফিসে মৃত্যু হয় ?
১০১. একমাত্র ব্যক্তি অস্থায়ী ও স্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন ? উত্তর : V.V.গিরি
১০৪. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন ? উত্তর : K.R.নারায়ণন।
১০২. একমাত্র রাষ্ট্রপতি যিনি জোটনিরপেক্ষতার সভাপতি নিযুক্ত হন ? উত্তর : জৈল সিং
১০৫. ভারতে জনগনের রাষ্ট্রপতি ছিলেন ? উত্তর : A.P.J.আব্দুল কালাম।
১০৬. ভারতের প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি ছিলেন ? উত্তর : A.P.J.আব্দুল কালাম
১০৩. একমাত্র রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ ভারতে জেল বন্দী ছিলেন।
উত্তর : R.ভেঙ্কটরামন।
১০৭. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন ? উত্তর : প্রনব মুখােপাধ্যায়
১০৮. কার্যকাল শেষ হবার আগে রাষ্ট্রপতি কবার লােকসভা ভেঙে দিয়েছেন ? উত্তর : ৫ বার(১৯৭০,৭৭,৭৯,৮৪,২০০৪)
১০৯. রাষ্ট্রপতির সেনাবাহিনীর সর্বাধিনায়কের ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ? উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র
Comments
Post a Comment