constitution 2
সংবিধান ১১৬ প্রশ্ন ও উত্তর।
১৩. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন
১. ভারতবর্ষের সংবিধান গৃহিত হয়েছিল ? উত্তর:- গণপরিষদের মাধ্যমে
২. কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় ? উত্তর :- স্বরাজ পার্টি
উত্তর:- ডঃ বি.আর.আম্বেদকর ১৪. ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ? উত্তর:- ডঃ বি.আর.আম্বেদকর -এর
১৫. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ? উত্তর:- বঙ্কিমচন্দ্র
৩. কত সালে গণপরিষদের প্রথম সভা আয়ােজিত হয়েছিল ? উত্তর :- ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
১৬. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ? উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী
৪. কে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ? উত্তর :- বি.আর. আম্বেদকর।
১৭. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন
৫. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ? উত্তর:- ১৯৪৮ সালে
১৮. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? উত্তর:- ডঃ রাজেন্দ্রপ্রসাদ
৬. গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম কার্যনির্বাহী
চর চেনা প্রস্তাব করেন ? সভাপতি পদের জন্য প্রস্তাব করেন ? উত্তর :- জে. বি. কৃপালিনী ৭. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ? উত্তর:- ডঃ রাজেন্দ্র প্রসাদ
১৯. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ? উত্তর:- জওহরলাল নেহরু
২০. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভােটদানের অধিকারী হন ? উত্তর:- ১৮ বছর বয়সে।
৮. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর:- লর্ড ক্যানিং
২১. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ? উত্তর:- উপরাষ্ট্রপতি
৯. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ? উত্তর:- লর্ড মাউন্টব্যাটন।
২২. লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ? উত্তর:- চক্রবর্তী রাজাগােপাল আচারী
১০. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ? উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
১১. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ? উত্তর:- চক্রবর্তী রাজাগােপাল আচারী
২৩. এখন পর্যন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে ? উত্তর:- তিন বার
১২. কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ? উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে
২৪. এখন পর্যন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা হয়েছে ? উত্তর:- একবারও না।
২৫. সংবিধানের কত ধারা মতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় ? উত্তর:- ৬১ ধারা
৩৬. রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন? উত্তর:- রাস্ট্রপতি
২৬. কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা জারি করতে পারেন? উত্তর:- ৩৫২ ধারা
৩৭. ভারতের নির্বাচন ব্যাবস্থা মুলত কোন দেশের নির্বাচন ব্যাবস্থার উপর ভিত্তি করে গঠিত হয়েছে ? উত্তর:- ব্রিটেন
২৭. রাষ্ট্রপতির কার্যকাল কতদিনের ? উত্তর:- পাঁচ বছর
৩৮. ভারতের নির্বাচন আইন অনুসারে ভােট গ্রহনের কত ঘন্টা আগে ভােট প্রচার বন্ধ করতে হয় ? উত্তর:- ৪৮ ঘন্টা
২৮. রাষ্ট্রপতির মৃত্যু হলে, রাস্ট্রপতির দায়িত্ত কে পালন করেন ? উত্তর:- উপরাষ্ট্রপতি।
৩৯. পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট কে ঠিক করেন ? উত্তর:- রাজ্য সরকার
২৯. রাজ্যসভার চেয়ারম্যান ? উত্তর:- উপরাষ্ট্রপতি
৪০. ভারতের প্রথম প্রধান বিচারপতি ? উত্তর:- হিরালাল জে কানিয়া
৩০. কত সালে প্রথম জাতীয় জরুরী অবস্থা জারি কর হয়েছিল ? উত্তর:- ১৯৬৫ সালে
৪১. ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়ােগ করেন ? উত্তর:- গভর্নর জেনারেল
৩১. কোন ব্যাক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য ? উত্তর:- ছয় মাস
উত্তর পাঞ্জাব
৪২. কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয় ? উত্তর:-পাঞ্জাব
৩২. লােকসভার প্রথম স্পিকার ? উত্তর:- জি ভি মাভালাঙ্কার
৪৩. প্রথম লােকসভা নির্বাচন হয় ? উত্তর:- ১৯৫২ সালে
৩৩. কে লােকসভা পরিচালনা করেন ? উত্তর:- লােকসভার স্পিকার
৪৪. কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয়? উত্তর:- ১৯৬৪ সালে।
৩৪. সুপীমকোর্টের বিচারপতিগন কত বছর বয়স প্রযন্ত পদে বহাল থাকেন? উত্তর:- ৬৫ বছর।
৪৫. Right to Information Act চালু হয় ? উত্তর:- ২০০৫ সালে।
৪৬. ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ? উত্তর:- সচ্চিদানন্দ সিনহা
৩৫. কে রাজ্যের কার্য নির্বাহক প্রধান ? উত্তর:- রাজ্যপাল। ৪৭. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ? উত্তর:- সুপ্রিমকোর্ট
উত্তর:- রাষ্ট্রপতি দ্বারা
৪৯. ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ? উত্তর:- রাষ্ট্রপতি
৪৮. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নির্বাচিত হন ?
৫০. কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে। ফেরত পাঠাতে পারেন না ? উত্তর:- অর্থ বিলকে
৬২. কত ধারা মতে সুপীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে ? উত্তর:- ৩২ ধারা
৬৩. ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন ? উত্তর:- সুপ্রিমকোর্ট
৫১. কত নং ধারায় সংবিধান সংশােধনের কথা বলা হয়েছে ? উত্তর:- ৩৬৮ নং ধারা।
৫২. প্রথম সংবিধান সংশােধন করা হয় ? উত্তর:- ১৯৫১ সালে
৬৪. কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় ? উত্তর:- ১৯৭৮ সালে
৫৩. জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় ? উত্তর:- ১৯৫৭ সালের ২৬ জানুয়ারী
৬৫. কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে
অন্তরভুক্ত হয় ? উত্তর:- ১৯৭৬ সালে।
৫৪. কাশ্মীর চুক্তি হয়েছিল ? উত্তর:- ১৯৭৫ সালে
৬৬. সংবিধানের কোন অংশে কল্যানকর রাস্ট্রের ধারনা উল্লেখ আছে ? উত্তর:- নির্দেশমুলক নীতিতে
৫৫. ৩৭০ ধারা প্রযােজ্য ? উত্তর:- জম্মু ও কাশ্মীরে
৬৭. কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায় ? উত্তর:- ৩৫ বছর
৫৬. জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয়? উত্তর:- ১৯৪৭ সালের ২৬ অক্টেবর
উত্তর রাষ্ট্রপতি
৬৮. জরুরী অবস্থা জারি করতে পারেন ? উত্তর:- রাষ্ট্রপতি।
।
৫৭. জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা কার্যকর হয় ? উত্তর:- ১৯৫২ সালের ২৬ জানুয়ারী
৬৯. অ্যাংলাে ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাস্ট্রপতি কতজনকে লােকসভার সদস্য মনােনীত করতে পারেন ? উত্তর:- ২ জন।
৫৮. ভারতীয় সংবিধানে বর্তমানে তফশীল সংখ্যা? উত্তর:- ১২ টি
৭০. সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার সংস্থান আছে ? উত্তর:- তিন ধরনের
৫৯. ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশােধিত হয়েছে? উত্তর:- একবার
৭১. কোন প্রধান মন্ত্রী তার কার্যকালে কখনােই সংসদে উপস্থিত থাকেন। নি? উত্তর:- চৌধুরী চরন সিং
৬০. সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যাক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন ? উত্তর:- পাঁচ বছর
৭২. রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ? উত্তর:- ২৫০ জন
৬১. ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ? উত্তর:- ৬ টি
৭৩. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ? উত্তর:- ৬ বছর।
উত্তর:- ৫বছরের জন্য
৭৪. কে লােকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন ? উত্তর:- রাষ্ট্রপতি
৮৬. কেন্দ্রীয় সরকারের আয়ের দুটি প্রধান উতস কি ? উত্তর:- কৃষি ছাড়া অন্যান্য আয়ের উপর কর এবং আমদানি-রপ্তানি
শুল্ক
৭৫. কোন বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত নেন ? উত্তর:- লােকসভার স্পিকার
৮৭. রাজ্য সরকারের আয়ের দুটি প্রধান উত্স কি ? উত্তর:- ভূমি রাজস্ব এবং কৃষি আয়ের উপর কর ।
৭৬. কোন বিলটি সংসদে পেশের আগে রাস্ট্রপতির আগাম অনুমােদন প্রয়ােজন হয় ? উত্তর:- অর্থবিল
৮৮. রাজা মান্নার কমিটি কেনাে গঠিত হয় ? উত্তর:- কেন্দ্র-রাজ্য সম্পর্ক খতিয়ে দেখার জন্য
৭৭. ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ? উত্তর:- ২৯টি অঙ্গরাজ্য আছে।
৮৯. মূল সংবিধানে কেন্দ্র তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ? উত্তর:- ৯৭ টি
৭৮. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ? উত্তর:- রাষ্ট্রপতি
৯০. মূল সংবিধানে রাজ্য তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ? উত্তর:- ৬৬ টি
৭৯. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ? উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লােকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।
৯১. মূল সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ? উত্তর:- ৪৭ টি
৮০. রাজ্য সরকার বৃত্তি, পেশা, বাণিজ্যের উপর সর্বাধিক কত টাকা কর
বসাতে পারে ? উত্তর:- ২৫০ টাকা
৯২. ভারতীয় সংবিধান সংশােধনের কয়টি পদ্ধতি আছে ? উত্তর:- তিনটি
৯৩. সংবিধান সংশােধনী বিলে কোন পদাধিকারি সম্মতি দিতে বাধ্য ? উত্তর:- রাষ্ট্রপতি
৮১. কেন্দ্র-রাজ্য ক্ষমতা বন্টনের বিষয়ে কেন্দ্র কর্তৃক গঠিত কমিশনের নাম কি ? উত্তর:- সারকারিয়া কমিশন
৯৪. কোন সংবিধানিক সংস্থা মৌলিক অধিকার সংশােধন করতে পারে
উত্তর:- পার্লামেন্ট
৮২. সারকারিয়া কমিশন কবে গঠিত হয় ? উত্তর:- ১৯৮৩ সালে
৮৩. সারকারিয়া কমিশনের মােট সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তর:- তিন জন।
৯৫. ভারতীয় পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামাে পরিবর্তন করতে পারে কি ? উত্তর:- না
৮৪. জাতীয় জরুরিঅবস্থা কালীন কে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন
প্রণয়ন করতে পারে ? উত্তর:- পার্লামেন্ট
৯৬. কোন মামলার শুনানী তে বলাহয় সংবিধানের মৌলিক কাঠামাে সংশােধনযােগ্য নয় ? উত্তর:- ১৯৭৩ সালের কেশবানন্দ ভারতী মামলার রায়ে
৮৫. কেন্দ্রীয় অর্থকমিশন গঠিত হয় কত দিনের জন্য ?
৯৭. বর্তমানে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত ?
উত্তর:- ৩ জন।
১০৭. ভারতের প্রথম কবে ভাষা কমিশন গঠিত হয় ? উত্তর:- ১৯৫৫ সালে।
৯৮. নির্বাচন কমিশনের সদস্যগন কার দ্বারা নিযুক্ত হন? উত্তর:- রাষ্ট্রপতি দ্বারা
১০৮. কার সভাপতিত্বে ভাষা কমিশন গঠিত হয় ? উত্তর:- বি.জি. খারের সভাপতিত্বে।
৯৯. সংবিধানের কত নম্বর ধারায় নির্বচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ? উত্তর:- ৩২৪/২ নম্বর ধারায়
১০৯. ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে ভাষা সংক্রান্ত ব্যবস্থাদি আলােচিত হয়েছে ? উত্তর:- অষ্টম তফসিলে
১০০. সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকের ভােটাধিকার স্বীকৃত ? উত্তর:- ৩২৬ নম্বর ধারায়
১১০. ভারতের শ্বাসন বিভাগের শীর্ষ পদাধিকারি কে ? উত্তর:- রাষ্ট্রপতি
১০১. কীভাবে কে মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন? উত্তর:- পার্লামেন্টের সম্মতিক্রমে রাষ্ট্রপতি
১১১. ভারতের শ্বাসন বিভাগের শীর্ষ পদটি ইংল্যান্ডের কোন পদের সমতুল্য ? উত্তর:- রাজ পদের
১০২. বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যকাল কত বছর ? উত্তর:- ৬ বছর
১12. ভারতের প্রকৃত শাসক কে ? উত্তর:- প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ
১০৩. সংবিধানের কত নম্বর ধারায় মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যাবলী উল্লেখ করা আছে ? উত্তর:- ৩২৪/১ নম্বর ধারায়
| ১১৩. ভারতের নামসর্বস্ব শাসক কে ?
উত্তর:- রাষ্ট্রপতি
১০৪. নির্বাচন সংক্রান্ত বিরােধ নিষ্পত্তির দ্বায়িত্ব কার ? উত্তর:- আদালতের
১১৪. রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বয়স্ক হতে হয় ? উত্তর:- ৩৫বছর।
১০৫. পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্য রাজ ভাষা কি ? উত্তর:- নেপালী
১১৫. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে কি বলা হয় ? উত্তর:- একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভােট
১০৬. সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের রায়,ডিক্রি বা নির্দেশ কোন ভাষায় লেখা হয় ? উত্তর:- ইংরাজী
১১৬. রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক সংস্থার সদস্য কারা ? উত্তর:- পার্লামেন্ট ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত প্রতিনিধিরা।
Comments
Post a Comment