পদার্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Questions And Answers Regarding Matter
1. তাপ ও তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখো। উত্তরঃ- গ্রাফাইট তাপ ও তড়িৎ পরিবাহী অধাতু। 2. একটি ইলেকট্রনের আধান কত ? উত্তরঃ- একটি ইলেকট্রনের আধান 1.602 × 10-19 কুলম্ব। 3. একটি ধাতুকল্পের নাম লেখো । উত্তরঃ- আর্সেনিক (As) একটি ধাতুকল্প । 4. N2 এবং 2N এর মধ্যে পার্থক্য কী ? উত্তরঃ- N2 = নাইট্রোজেনের একটি অণু এবং 2N = নাইট্রোজেনের দুটি পরমাণু। 5. মৌলিক অণু ও যৌগিক অণুর একটি করে উদাহরণ দাও । উত্তরঃ- মৌলিক অণু— O2, (অক্সিজেন) ; যৌগিক অণু– H2 O (জল)। 6. রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয়, অণু না পরমাণু ? উত্তরঃ- রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশ নেয়। 7. পরমাণুর কেন্দ্রককে কী বলে ? উত্তরঃ- পরমাণুর কেন্দ্রককে নিউক্লিয়াস বলে। 8. পৃথিবীতে কয়টি মৌলিক পদার্থ আছে ? উত্তরঃ- পৃথিবীতে 92 টি প্রাকৃতিক এবং 26 টি কৃত্রিম মৌল আবিষ্কৃত হয়েছে। 9. পৃথিবীতে মোট প্রাকৃতিক মৌলের সংখ্যা কটি ? উত্তরঃ- পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা মোট 92 টি। 10. পরমাণুবাদ কার আবিষ্কার ? উত্তরঃ- বিজ্ঞানী ডালটন 1808 খ্রিস্টাব্দে পরমাণুবাদ তত্ত্ব আবিষ্কার করেন। 11. সবচেয়ে হাল্কা ধাতুর নাম কী ? উত্তরঃ- লিথিয়াম হল সবচেয়ে হাল...